আসসালামুআলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আজ অনেকদিন পর আপনাদের সামনে আসলাম আবারো অন্য একটি ট্রিক নিয়ে।
।
আপনি যদি এই ট্রিক এর ব্যাপারে আগে থেকেই জানেন, তাহলে আপনি পোস্ট টি ইগনোর করতে পারেন। নতুন দের উদ্দেশ্য করে এই পোস্ট টা করা হলো
.
.
.কাজের কথায় আসি।
আমরা হটস্পট & ওয়াইফাই ব্যবহার করে এক ফোনের সাথে অন্য ফোন কানেক্টে করে সহজেই নেট ইউজ করতে পারি। আচ্ছা, আপনারা কি এইটা জানেন নোকিয়া বাটন (নেট এভিলেবল) ফোন দিয়েও সেইম কাজ করা যায়। ধরুন আপনার নোকিয়া ফোনে এমবি আছে। তো আপনি এই এমবি আপনার এন্ড্রয়েড দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। সিম খুলতে হবে না, ক্যাবল লাগবে না। আপনি ব্লুটুথ দিয়েই এই কাজ পারবেন। তো কথা না বাড়িয়ে মূল কাজ এর দিকে অগ্রসর হই।
.
.
♦ প্রথমেই আপনার নকিয়া & এন্ড্রয়েড এর ব্লুটুথ অন করুন।
♦ আপনার এন্ড্রয়েড এ দেখুন অটো স্ক্যান হচ্ছে। তো আপনার নকিয়া ফোন এর ব্লুটুথ তা পাবে।
♦তারপর নিচের স্ক্রিনশট এর মত আসবে। তো আপনি স্ক্রিনশট এ দেখানো বাটন টা তে ক্লিক করুন।
♦ তারপর এইরকম আসবে। স্ক্রিনশট এ দেখানো মত Internet Access টা টার্ন অন করে দিন।
♦ দেখুন কানেক্টেড দেখাচ্ছে।
♦দেখুন, আপনার নকিয়া তে [E] লেখা আসছে। মানে, নেট কানেক্টেড হইছে।
♦ এবার আর কোনো কাজ নেই। কাজ শেষ। যেকোনো ব্রাউজার অপেন করুন আর যেকোনো লিংকে যান। দেখুন, কাজ করবে।
.
.
.
#সমস্যা একটাই, যেহেতু নকিয়া ২জি ফোন, তাই স্পিড ও ২জি।
.
সব ফোনে নাও হতে পারে।
.
.
.
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন। কোনো প্রব্লেম হলে কমেন্ট করুন
47 thoughts on "[HoT PosT]এবার ব্লুটুথ দিয়ে করুন হটস্পট এর কাজ। এক ফোনের এমবি আরেক ফোনে ব্যবহার করুন ব্লুটুথ দিয়ে। না দেখলেই মিস"