বিসমিল্লাহির রাহমানির রাহিক
আসসালামু আলাইকুম ট্রিকবিডি কমিউনিটি। কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভাল আছেন।
আজকে যে বিষয়টা নিয়ে টিউন লিখতে বসছি সেটা অবশ্য ট্রিক বিডিতেই আছে, কিন্তু আজকে কিছু নতুন তথ্য দেওয়ার জন্য টিউন লিখতে শুরু করলাম।
তো চলুন মূল আলোচনায় চলে যাই।
আপনি জানেন কি? গুগোলের ২য় স্টেপ ভ্যারিফিকেশন মাত্র ১০% ইউজার ব্যবহার করে?
অবাক হলেন?
অবাক হওয়ার কিছু নেই। কারণ অনেকেই মনে করেণ এটা একটা ঝামেলা। অনেকেই ভাবেন যে সিমে টু স্টেপ ভ্যারিফিকেশন চালু করা আছে সেটা যদি হারিয়ে যায় অথবা যদি অন্য বাইরের দেশে চলে যায় তাহলে আনলক করবে কিভাবে?
উত্তরঃ আপনার আইডি তো আপনার ফোনেই লগ ইন করা থাকবে অথবা সাইন ইন করা থাকবে তাহলে সিম হারিয়ে গেলে বা অন্য দেশে চলে গেলেও ভয় নেই। সাইন ইন অপশন থেকে অন্য ভাবে সাইন ইন করতে পারবেন। যদি সমস্যা মনে হয় তাহলে নিচের ফটো টা দেখুন।
এর পর নিচের ফটোটা দেখুন।
কিছু বুঝলেন? আশা করি সিম নিয়ে আর চিন্তা করবেন না। এখন আপনার জিমেইল আইডিটা সিকিউর কিনা একাউন্ট চেকাপ থেকে দেখে নিন। না হলে GET STARTED Security Checkup চেকাপ করুণ।
যা যা এড করতে বলবে সেগুলো এড করে নিন।
আর অবশ্যই টু স্টেপ ভ্যারিফিকেশন চালু করে রাখবেন।
গুগলের একজন কর্মকর্তা কি বলছে জানেন?
Google software engineer revealed statistics for 2-step verification.
He also claimed that 12 percent Americans use password managers.
We recommend activating 2-step verification on the platform.
ধরুণ, আপনার প্রয়োজনীয় জিমেইল আইডি ইউটিউব চ্যানেল আছে এবং সেটাতে গুগোলের এডসেন্স এপ্রুভ করা, অথবা প্যাপাল এর একাউন্ট করা আছে, অথবা এমন কোনো একাউন্ট রয়েছে যেটা ছাড়া আপনার এক সেকেন্ডও চলে না, যদি সেই একাউন্ট হ্যাকিং এর শিকার হয় তাহলে ভাবুনতো কেমন লাগতে পারে?
তাই হ্যাকিং এর শিকার হবার আগেই একাউন্ট সিকিউরড কিনা যাচাই করে সেটাপ করে নিন সব কিছু। ধন্যবাদ সবাইকে।
ভাল থাকুন, সুস্থ্য থাকুন, ট্রিক বিডির সাথেই থাকুন। আল্লাহ্ হাফেজ।
সমস্যা হলে জানাবেন। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।