Site icon Trickbd.com

এবার আপনার SD Card এর সবকিছু আনফাইল করে রাখুন।দেখলেও কেউ Open করতে পারবেনা।না দেখলে চরম মিস।

Unnamed

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

পোস্টের বিষয়ঃ

এবার আপনার SD Card এর সবকিছু আনফাইল করে রাখুন।দেখলেও কেউ Open করতে পারবেনা।

সবচেয়ে বড় কথা হলো আমরা যখন কোনো কিছু কোনো সফ্টওয়্যারের মাধ্যমে লুকায় তখন তা আমাদের ফোন মেমোরি/Device Stroage এ গিয়ে জমা হয়।ফলে ফোন ভারি হয়ে যায়।কিন্তু এই পদ্ধতিতে যে জায়গার ফাইল সেই জায়গায় থাকবে।Sd card এর ফাইল sd card এ থাকবে।

এজন্য আপনাদের একটা অ্যাপ প্রয়োজন। যা আমাদের প্রায় ব্যবহার করে থাকি।
অ্যাপটার নামঃEs Flie Explorer
সাইজঃ15.13MB
Download Link::


১.তো কিভাবে করবেন সবাই স্কিনসর্ট ফলো করুনঃ

২.এবার sd card /Device stroage এ প্রবেশ করুন।

৩.যে ফোল্ডারের ফাইল আনফাইল করতে চান সেটাতে প্রবেশ করুন।

৪.ফাইলগুলো সিলেক্ট করে Rename এ ক্লিক করুন।

৫.Input a new name + original flie এ ক্লিক করে Mark করুন।
Rename Extension name এ kcol লিখুন।
এবার Ok তে ক্লিক করুন।

৬.দেখুন আর এগুলো Video/Image flie show করে না।


৭.

প্রমাণঃ


তো এবার ভাবছেন ফাইল গুলোকে কিভাবে দেখবেন।আবার আপনার সেই ফাইল গুলোর কাছে যান।এবার Rename করে সঠিক Extension দিয়ে দিন।

যেমন—
Video এর জন্য mp4
Audio এর জন্য mp3/m4a/aac/…
এভাবে যেকোন ফাইলকে আনফাইল করে লুকিয়ে রাখতে পারবেন।আবার,ফাইল করে সেগুলো কে দেখতে পারবেন।
তো আজ এ পযন্তই।আমার জন্য সবাই দোয়া করবেন।যাতে আরো ভাল পোস্ট করতে পারি।
ধন্যবাদ সবাইকে।

আল্লাহ হাফেজ,,

Exit mobile version