Site icon Trickbd.com

999 National Emergency Service এর সুবিধা নিন ফেইসবুক এর মাধ্যামেও। যেকোনো প্রয়োজনে তাৎক্ষণিক সুবিধা গ্রহণ করুন

Unnamed

আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন??? আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম জাতীয় এক সার্ভিসের কথা নিয়ে।  আশা করি পোস্ট টি একজনের হলেও কাজে দিবে। তো কথা না বাড়িয়ে আসল কথায় যাই।.
.
.
. আপনি যদি এই ব্যাপারে আগে থেকেই জানেন, তাহলে পোস্ট ইগনোর করুন
.
.
আশা করি সবাই হয়তো জানেন বাংলাদেশে নতুন এক সার্ভিস চালু করা হয়েছে যা আপনার তাৎক্ষণিক সাহায্য দরকারে কাজ করবে।

 ব্যাপার টা অনেক টা এরকম আমেরিকার ৯১১ এর মত। আপনি এখান থেকে ইমারজেন্সি সার্ভিস পাবেন।
★ পুলিশ
★ এম্বুলেন্স
★ ফায়ার সার্ভিস
.
.

। সরাসরি অনলাইন ভিত্তিক সাহায্য পেতে ডায়াল করুন

999
কোনো সার্ভিস চার্জ লাগবে না। সকল সিম থেকে ২৪/৭ ফ্রি সার্ভিস পাবেন। আর আজ আমার পোস্ট ফেইসবুক এ এই সুবিধা নিয়ে।
তো নিচের স্ক্রিনশট ফলো করুন
সার্চ করুন ৯৯৯ / ৯৯৯ emergency লিখে। পরে এইরকম রেজাল্ট আসবে। ক্লিক করুন

এখানে ক্লিক করুন

তারপর আপনাকে স্বাগতম জানানো হবে। আপনি সরাসরি অপশন এর লিংক পাবেন / স্ক্রিনশট দেখুন

আপনার সেবা টি রিপ্লাই দিন

আমি পুলিশ দিলাম
তারা লোকেশন চাবে

এখান থেকে “লোকেশন লিখুন” সিলেক্ট করুন

তারপর আপনার লোকেশন এর নাম, আই মিন উপজেলার নাম দিন

যদি ঠিক থাকে তাহলে “ঠিক আছে” সিলেক্ট করুন।
তারপর আপনি পেয়ে যাবেন আপনার থানার ফোন নাম্বার


একইভাবে আপনি বাকি সার্ভিস গুলোরও সুবিধা ভোগ করতে পারবেন।
 
.
.তো আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ

ফেইসবুক
Exit mobile version