আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন??? আজ আপনাদের জন্যে নিয়ে আসলাম এক সার্ভিসের কথা নিয়ে। আশা করি পোস্ট টি একজনের হলেও কাজে দিবে। তো কথা না বাড়িয়ে আসল কথায় যাই।.
.
.
. আপনি যদি এই ব্যাপারে আগে থেকেই জানেন, তাহলে পোস্ট ইগনোর করুন
.
।
অনলাইন ভিত্তিক অনেক হেলথ হেল্পলাইন এখন সচারাচর দেখা যায়। তার মধ্যে অন্যতম পপুলার একটি হেলথ হেল্পলাইন এর খোঁজ আপলাম।
→Webmd
।
।
নিচের স্ক্রিনশট ফলো করুন
তারপর ক্লিক করুন এখানে
তারপর
আমি সাইড এফেক্ট রিপ্লাই দিলাম। তারা জানতে চাইবে কোন মেডিসিন এর ব্যাপারে আপনি জানতে চান। তখন আপনার মেডিসিন এর নাম দিন
আপনি যদি আরো ডিটেইলস জানতে চান তাহলে এখানে ক্লিক করুন
।
.তো আজ এ পর্যন্তই।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
।.
.
একই পোষ্টে এরকম ৮-১০ টা দিলেই তো হয়।
যদি সত্যিই হেল্পের উদ্দেশ্যে পোষ্ট করেন তো!
শুধু কাজের বিষয়টি আলাদা।
Boot এর লিংক পেলেই যে কেউ ইউজ করতে পারবে।
শুধু কি কাজের জন্য,সেটা একটু লিখতে হবে।
এই কাজটা তুলনামূলক সহজ হবে আপনার জন্য।
প্রোফাইলেই আছে।
এখানে বাংলা ই প্রাধান্য পাবে।