Site icon Trickbd.com

নতুন প্রোগ্রামারেরা অনলাইনে যেকোন মোবাইল থেকে সহজেই HTML প্র্যাকটিস করুন{স্ক্রিনশট-সহ}

Unnamed

সকলকে সু-স্বাগতম।
আমরা যারা প্রোগ্রামিং-এ নতুন তাদের প্রথমে HTML শিখতে হয়। আমরা অনেক জায়গা থেকে HTML শিখলেও সমস্যা হল চর্চা করব কোথায়। যাদের কাছে শুধু জাভা বা পুরানো ফোন থাকে তাদের সমস্যা সবথেকে বেশি। তো এই সমস্যা সমাধানের জন্য আমার এই ট্রিক। তো ট্রিকটি ফলো করে HTML চর্চা শুরু করি।

i. প্রথমে PracticeBoard সাইটে যান। গেলে এমন একটা পেজ আসবে।

ii. এবার একটি টেক্সটবক্স দেখা যাচ্ছে। এইখানে আপনার কোডগুলো লিখুন| তারপর See HTML বাটনে ক্লিক করুন।

iii. নতুন একটি পেজ আসবে, এই পেজে একটু নিচে গিয়ে দেখুন আপনার কোডের ডিজাইন দেখাচ্ছে।

Note: আপনার এই কোডগুলো আবার ব্যবহার করার জন্য নিচের ছবিতে দেখানো জায়গার লিংকটি কপি করে রাখুন। প্রয়োজন মতো লিংক এ গিয়ে কোডটি ব্যবহার করুন।

—————X—————

এটা আমার ট্রিকবিডি-তে প্রথম পোস্ট। ভুল হলে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ।