Site icon Trickbd.com

৯৯ পারসেন্ট হলিউড মুভি ( ৭২০/১০৮০/৩ডি ) ডাউনলোড করুন মাত্র এক মিনিটে কোনো ঝামেলা ছাড়া।

Unnamed

প্রথমত বলে রাখি এই পদ্ধতি অবলম্বন করে ইলীগালভাবে ৯৯ পারসেন্ট হলিউড মুভি, সুপার স্পিডে, সুপার রেজুলেশন এ (৭২০/১০৮০/৩ডি) ডাউনলোড করতে পারবেন।

আমার কিছু কথা: কয়েকমাস আগে থর মুভি টি রিলিজ হয়
যার ক্লিয়ার প্রিন্ট পাওয়ার আশায় বসে থাকি শেষ পর্যন্ত যখন
খুজতে যায় তখন নানান সাইটে নানা ধরনের সমস্যায় পরি।
কোনো কোনো সাইটে অ্যাড এর ঝামেলা। মূল কথা লিনক খুজেই পাচ্ছিলাম না। তাই শেষমেশ টরেন্ট এর কাছে যাই। সেখানে দেখি আরেক ঝামেলা। সিডার নেই স্পিড ০. আর কিছু জায়গায় দেখি ৭২০ লেখা আছে আরো কি কি কিন্তু ডাউনলোড এর পর দেখি হল প্রিন্ট। মাথা খারাপ হয়ে যায় তখন গুগল করে একটা সাইট এর নাম জানতে পারি যেখানে গিয়ে মুভিটা খুজএ ডাউনলোড এ দিতে মাত্র ১ মিনিট লেগেছে। আরো মজার কথা এখানে এমন সব মুভি পেয়েছি যা এক সময়ে গুগলে অনেক খুজা খুজেছিলাম।

সুবিধা


১. এই পদ্ধতির সুবিধা হল ৯৯ পারসেন্ট হলিউড মুভি আপনি পাবেন এখানে। পুরাতন নতুন সব। নতুন মুভি আস্তে ৩-৪ মাস সময় লাগে।
২. অ্যাড এর কোনো ঝামেলা নেই।
৩. সিডার নিয়ে সমস্যায় পরতে হবে না। সবসময় ১০+ থাকে এবং ১০০ এর উপরেও যাই।


৪. একাদিক রেজুলেশন এ ডাউনলোড এর সুবিধা।

৫. ফুল স্পিড পাবেন ডাউনলোড এর। আমার স্পিড কম তাই আমি কম পাই।
৬. সব মুভির ফাটাফাটি প্রিন্ট। Hd/Full Hd/ 3D.

অসুবিধা


১. প্রথমত টরেন্ট ইলীগাল।
২. এখানে শুধু হলিউড মুভি পাবেন।
৩. নতুন মুভি আস্তে একটু লেইট হয়।

কার্যপদ্ধতি ডাউনলোড এর


১. প্রথমে স্ক্রিনশট এ দেয়া অ্যাপ দুটি ডাউনলোড করুন।


২.মুভি ব্রাউজার আপ্পটিতে ক্লিক করুন। সার্চ এ গিয়ে আপনার
পছন্দের মুভি সিলেক্ট করুন।



৩. এবার পছন্দের ফরমেট সিলেক্ট করে পাশে মেগ্নেট লেখা বাটনে ক্লিক করুন দেখবেন আপ্পটি আপনাকে Bit Torrent অ্যাপ এর মদ্ধে নিয়ে যাবে।


৪.তারপর অ্যাড বাটনে ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হবে।

মুভি খুযে পেতে


১. এই অ্যাপ এর আরেক সুবিধা মুভি খুজে পাওয়া।
২. মুভির নাম না জানলেও আপনি মুভি খুজে পেতে পারবেন।
৩. প্রথমত বাম থেকে ডানে স্লাইড করুন।
৪. এডভান্স সার্চ ক্লিক করুন।
৫. নিচের মত দেখতে পাবেন।

৬. এবার এখানে অপশন নিজের মত বাছাই করুন।
যেমন: কোয়ালিটি অল দিলাম আমি

জনরা: হরর।
রেটিং: ৭+
শর্ট বাই: ইয়ার।
তারপর সার্চ অপশন এ ক্লিক করুন। নাম জানা থাকলে ভাল
নাম সার্চ দিলেই পেয়ে যাবেন। জানা না থাক্লে কিছু না লিখে সার্চ দিন উপরের মত অপশন গোলো সিলেক্ট করে।
৭. তারপর নিচের মত লিস্ট আসবে। আশা করি এইভাবে আপনার পছন্দের মুভি খুযে পাবেন।

YASIR-YCS


এই পোস্ট সম্পূর্ণ নিজ থেকে লিখা। ভুল হলে ক্ষমা করবেন।যদি
কোনো ভুল হয়ে থাকে কমেন্টে জানান সংশোধন করব।
আশা করি আপনাদের ১ পারসেন্ট হলেও হেল্প হবে।
Exit mobile version