??আসসালামু আলাইকুম??
সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
পোস্টের বিষয়ঃ
?ওপরের টাইটেল দেখেই হয়ত আপনারা বুঝতে পেরেছেন, আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের মধ্যে অনেকেই ইউটিউবার আছেন। তাদের ভিডিও বানানোর সময় কিছু প্রয়োজনিয় তথ্য (মোবাইল নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড ইত্যাদি) ভিডিও তে চলে আসে। সেটা কি করে লুকিয়ে ভিডিও বানাবেন।
⭐এটা কি মোবাইলের মাধ্যমে করা যায়?
⏩হ্যা, এটা আপনি করতে পারবেন মোবাইল দিয়ে।
বি: দ্র: এটার জন্য আপনাকে একটা এপ ডাউনলোড করতে হবে। এপটার নাম Kine Master। এপটা প্লেস্টোরে পাবেন। কিন্তু সেটা দিয়ে কিছু কাজ করতে পারবেন না। এর জন্য মোড ভারশনটা ডাউনলোড করে নিন।
মূল আলোচনা শুরুঃ
?আপনি এপটা ইনস্টোল করলে, ওপেন করেন।
?ওপেন করার পর দেখবে নিচের মত একটা পেজ আসবে। মাঝে একটা প্লাস (+) চিহ্ন আছে।সেখানে ক্লিক করবেন।
?এবার Empty Project এ ক্লিক করবেন।
?এবার এখানে একটা ভিডিও নিতে হবে। তার জন্য ক্লিক করবেন Media Browser।
?যেই ভিডিওটা নিতে চান সেটা ক্লিক করবেন এবং টিক চিহ্নে ক্লিক করবেন।
?এবার Layer লেখাতে ক্লিক করুন।
?তারপর ক্লিক করবেন Effect
?Basic Effect এ ক্লিক করবেন
?তারপর Gaussian Blur ক্লিক করুন। দেখেন ঘোলা হয়ে গেছে।
?Cropping থেকে ঘোলা অংশকে ছোটো অথবা বড় করতে পারবেন।
?আপনার লেখাটা এখনো যদি বোঝা যায়, তাহলে Settings ওপশন থেকে আরো বেশি ঘোলা করতে পারবেন। তাই Settings যান।
?এখানে ৩-৪ করলেই লেখা আর দেখা যাবে না।
ভিডিও ত এডিট করা হলো, এবার করবেন ভিডিওটা সেভঃ
?উপরের দেখানো স্থানে ক্লিক করুন।
?প্রজেক্ট টা নতুন আসছে। সেই প্রজেক্টে ক্লিক করুন।
?সেয়ার বাটনে ক্লিক করুন।
?তাহলে এভাবে আপনি ভিডিওতে লুকাতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিস।বুঝতে না পারলে কমেন্ট করেন।
?আজ এখানেই শেষ করছি,সবাই ভালো থাকুন সুস্হ থাকুন আর নিত্য নতুন নতুন ট্রিক্স ও টিপস পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।
♥♥আল্লাহ হাফেজ♥♥