Site icon Trickbd.com

♦[সতর্কতামূলক পোষ্ট] ♦ ঢাকায় নতুন রুপে প্রতারকচক্র। সাবধান হউন, সতর্ক থাকুন, সবাইকে সতর্ক করুন

Unnamed

ঢাকা শহর জুড়ে নতুন এক প্রতারকচক্র। আপনাকে বিভিন্ন সুবিধার কথা বলে আপনার ফোনে তাদের কাছ থেকে একটি এপ দিবে।

(যেটা দেখতে হবুহ আপনার পরচিত ও নিত্য ব্যবহার্য এপ। আমাকে Airtel বা Robi Yonder Music দিয়েছিলো। অন্যদের অন্য কোন এপও দিতে পারে)

আর তাদের সুমিষ্ট ভদ্রতার ভাষায় অনেক সুবিধার কথা শুনে আপনি গলে যাবেন, আপনি এপটি নিবেন এবং ফোনে ইন্সটল দ্বিধা বোধ করবেন না ।

আর এপটি আপনি ব্যবহার করা মাত্রই তাদের কাছে সব এক্সেস চলে যাবে। এমনকি হয়তো আপনার সিম কার্ডটিও হবুহ ক্লোন/নকল করে ফেলতে পারবে এবং আপনার নাম্বার থেকে ফোন করতে পারবে আর কি কি ভয়ানক কাজ করতে পারবে তা ভালোই জানেন।

আপনার ব্যক্তিগত ফাইল/তথ্য হাতিয়ে নেবে, নিরাপত্তা নষ্ট, ব্লেকমেইলসহ, সিম ক্লোনিং ইত্যাদি সহ ভয়ানক বিভিন্ন কিছু করতে পারে যা আপনার কল্পনার বহির্ভূত।

আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শুনলে হয়তো সতর্ক হতে পারবেন। আপনিও এরকম কিছুর সম্মুখীন হলে সংশ্লিষ্ট কতৃপক্ষকে অবগত করুন।

আজকে উত্তরা ৭ নং সেক্টরে কোচিং-য়ে যাচ্ছিলাম।
জমজম টাওয়ার সংলগ্ন সোনারগাঁ জনপথ রোড বাংলাদেশ মেডিকেল (উত্তরা আধুনিক হাসপাতাল) এর দিকে গেছে সেই রোড দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং কে এফ সি /কয়েকটা টাইলসের দোকান পার হওয়ার পর একটা ভাইয়া ও একটা আপু আমার সামনে থেকে ডাক দিয়ে বললো,
আপনি কি রবি বা এয়ারটেল ইউসার?
-হ্যা।

(ভাবলাম অপারেটর সম্পর্কে গ্রাহক মতামত নিবে।গলায় একটা অস্পষ্ট রবির লগো দেয়া আইডিকার্ড ছিলো।দেখেই সন্দেহজনক মনে হলেও ভাবলাম, দেখি কতদূর গড়ায়)

আবার বললো,

আপনি কি রবি/এয়ারটেল Yonder Music অ্যাপটি ব্যাবহার করেন?
– হ্যা, রেগুলারই করি।
কোন সমস্যার সম্মুখীন হয়েছেন?

– মাঝে মাঝে কয়েকটা গান প্লে হয় না।
হ্যা ঐ গানগুলো লক করা।যার কারনে প্লে হয়না।
– কই লক তো আসেনা।শুধু প্লে হয়না মাঝে মাঝে।

-ঐটাই ঐগানগুলো শুধু আইওএস ইউসাররা শুনতে পারবে।আপনি এপটি কি আমাদের কাছ থেকে নিয়েছেন মানে আমাদের মতো এজেন্ট কারো কাছ থেকে নাকি প্লে স্টোর থেকে?

-প্লে স্টোর থেকে।

এজন্যই আপনি সব গান শুনতে পারছেন না।
আমাদেরকে এয়ারটেল/রবি থেকে পাঠানো হয়েছে,সবার কাছে নতুন একটা Yonder music এপ দিতে যেটাতে আর আপনি উক্ত কোনরুপ সমস্যাই পাবেন না। ২লাখেরো বেশি গান এই সেই কতকি….

(বুঝলাম যে প্রতারকবাজ ছাড়া আর কেউনা।কারন এয়াটেল/রবি যদি সবার কাছে এপটা প্রচার করতে চায় তাহলে প্লে স্টোরেই দিয়ে দিবে যাতে সবাই সহজেই ডাউনলোড করে নিতে পারে। একজন একজন করে লোকের কাছে মানুষ পাঠিয়ে এপ প্রচার করার কোন প্রশ্নই ওঠে না।)

বুঝতে আর কিছু বাকি নেই।তাই চিন্তা করলাম এপটা নিয়ে কাস্টমার সার্ভিস সেন্টারে দিয়ে আসবো যাতে তদন্ত করে এপটা থেকে অবৈধ কার্যক্রম কিভাবে হয় তা জানতে পারে। এবং সাধারণ মানুষকে এইসব ভাঁওতাবাজি থেকে দূরে রাখার জন্য পদক্ষেপ নিতে পারে।

তাই Share it এ নিলাম এপটি। বললাম চলে যাই আমার প্রাইভেট আছে,আর ওরা বললো
-তা তো হবেনা। আমাদের সামনে সফটওয়্যারে ঢুকে একটা গান প্লে করে শুনাতে হবে।

(আরো পরিষ্কার হয়ে গেলো ব্যাপারটা যে ওরা কিসের লোক।পরের কাহিনী শুনুন পরে বলছি)

খুশিমনে ফোন ওনার দিলাম,ইন্সটল করলো এপ এ ঢুকলো,কাজ করতে পারছেনা।

(ওরা তো আর জানে না আমি খাই সুজি একটু হলেও বুঝি ???।ফোনে ভালো কয়েকটা কিছু সিকিউরিটি দেয়া ছিলো??।)

তারপর বললো ভাইয়া আপনি যদি আজকে রাতের ভেতর আপনার ফোনের দুইটা এয়ারটেল সিম দিয়েই এপটিতে দুইবার ঢুকে কমপক্ষে একটি গান সম্পূর্ণ প্লে করেন তাহলে আমার কপালে ২০ টাকা খেতে পারবো।

(মানে বুঝালো আরকি ওদেরকে এয়ারটেল থেকে এজেন্ট হিসেবে প্রেরন করা হয়েছে কাজ অনুযায়ী টাকা দিবে। )

কিন্তু ওদের প্রতথম থেকে শেষ পর্যন্ত সবই অভিনয় ছিলো।

কেননা-
এই এপটি আপনার ফোনে ইন্সটল করা হলে এবং ডাটা/ওয়াইফাই অন করে এপটি ব্যবহার করলে আপনার ফোনের কিছু তথ্য এমনকি এক্সেস ওদের কাছে চলে যাবে।

এর ফলে –
আপনার ব্যক্তিগত ফাইল/তথ্য হাতিয়ে নেবে, নিরাপত্তা নষ্ট, ব্লেকমেইলসহ, সিম ক্লোনিং ইত্যাদি সহ ভয়ানক বিভিন্ন কিছু করতে পারে যা আপনার কল্পনার বহির্ভূত।

হয়তো যদি আমার সিমটি ক্লোন অর্থাৎ একই সিম দুই জায়গায় ইউস করা যাবে। একটি সিম কার্ড আমার কাছে আরেকটি ক্রিমিনালদের কাছে।

আমার সিম থেকে ক্রিমিনালরা আমার বাবা/মা/আত্নীয়স্বজন বা কাউকে ফোন দিয়ে বলবে এই নাম্নার ব্যাবহারকারী লোকটি রাস্তায় পরে আছে/এক্সিডেন্ট হয়েছে/ এই সেই ভক্কর চক্কর) তাকে ইমারজেন্সি হাসপাতালে ভর্তি করতে হবে বা ভর্তি করেছি। এখন এত টাকা লাগবে এই সেই বিভিন্ন কথা। তারাতারি পাঠান নয়তো বাচানো যাবেনা।

আসলে যতরকম ইমোশনাল কথা আছে যা শুনলে হয়তো কেউই কোন সঠিক দিশা পাবেনা ।

আর এভাবেই আমরা ভিক্টিম হয়ে পড়বো।

এয়ারটেলে কল করে জানিয়ে দিয়েছি সবাইকে সতর্ক করার অনুরোধ জানিয়েছি।কাল পরশু আমার সিম+এপটি নিয়ে সার্ভিস সেন্টারে যাবো ।

আপনারা নিজেরা সতর্ক হউন।অন্যকেও সতর্ক হতে বলুন।
-ধন্যবাদ