আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন কারণ ট্রিকবিডির সাথে থাকা মানেই প্রযুক্তির সবকিছুই নজরদারি করা।
অনেকদিন পর লিখতে বসলাম। আশা করি আপনাদের কাজে আসবে। বিশেষ করে যারা অনলাইন ইনকামে একেবারেই নতুন।
আজকের এই পোস্ট থেকে আপনার কি জানতে পারবেন?
– এই পোস্টে আমি আপনাদের অনলাইন ইনকামের সবচেয়ে সহজ উপায় “ক্যাপচা এন্টি” সম্পর্কে কিছু বলতে যাচ্ছি।
তো শুরু করা যাক……
ক্যাপচা কি?
ক্যাপচা ইন্টারনেট ব্যবহারকারীদের নিকট অতি চেনা একটি বিষয়। আমরা যখন গুগল বা অন্য কোন সাইটে লগিন বা রেজিট্রেশন করতে যাই তখন আমাদের একটি প্রসেস দিয়ে যেতে হয় যেটি “আমি রোবট নই”/”I’m not robot”। উদাহরণ স্বরুপ নিচের ছবিটি লক্ষ্য করুনঃ
কিভাবে এর মাধ্যমে ইনকাম করা সম্ভব?
২০১৮ এর সর্বশ্রেষ্ঠ কিছু ক্যাপচা এন্ট্রি সাইট
১. 2captcha
2captcha ক্যাপচা সাইটের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলতে পারেন। আপনি এখান থেকে ১০০০ ক্যাপচা এন্ট্রির জন্যে সর্বোচ্চ ১.৫ ডলার পর্যন্ত পেতে পারেন। শুধু তাই না, কিছু কঠিন ক্যাপচা পূরণের ক্ষেত্রে আপনি আলাদা বোনাসও পেতে পারেন। এর একটা ভাল দিক হল এতে ক্যাপচা অনেক দ্রুত লোড হয় এবং দুটি ক্যাপচার মধ্যে বড়জোর ১০ সেকেন্ডের ব্যবধান থাকে।
এছাড়া রেফারে মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন।
আপনার ইনকামের টাকা কাজ শুরু করার প্রায় পর পরই তুলতে পারবেন। কারণ এখানে ০.৫ – ৩ ডলার (ওয়ালেট ভেদে মিনিমাম উইড্র লিমিট) হলেই টাকা ওয়ালেটে নিয়ে নিতে পারবেন।
পেমেন্ট সিস্টেমঃ payza, webmoney, advcash, perfect money, bitcoin(coinbase!) ইত্যাদি।
2captcha – with my reffer
2captcha – without my reffer
২. Kolotibablo
Kolotibablo বর্তমানে সবচেয়ে পপুলার ক্যাপচা এন্ট্রি সাইট। নতুন বলেন বা এক্সপার্ট বলেন সবাই এখানে কাজ করতে পারবে। এরা প্রতি ১০০০ ক্যাপচার জন্যে ১ ডলারের উপর দেয়। এছাড়া নির্দিষ্ট পরিমান ক্যাপচা পূরণের ক্ষেত্রে আলাদা বোনাস তো থাকছেই। আপনি যতবেশি একুরেসি ঠিক রেখে চলতে পারবেন, ততবেশি এখান থেকে একটা ভাল পরিমান টাকা ইনকাম করতে পারবেন।
আপনার একাউন্টে যখন ১ ডলার হবে তখনি আপনি টাকা উত্তোলন করতে পারবেন।
পেমেন্ট সিস্টেমঃ paypal, payza, litecoin, advcash, yandex money, masercard ইত্যাদি।
Kolotibablo – with my reffer
Kolotibablo – without my reffer
৩. Protypers
Protypers বিশেষত এক্সপার্টদের জন্যে। এটি হয়ে উঠতে পারে আপনার পার্ট-টাইম জব। এখান থেকে আপনি প্রতি ১০০০ ক্যাপচার এন্ট্রিরর জন্যে শুরু ০.৫০ ডলার পাবেন যা ১.৫ ডলার পর্যন্ত গিয়ে পৌছবে। এছাড়া এতে ইনকামের আরও অনেক অপশন রয়েছে।
টাকা উত্তোলন করার ক্ষেত্রে আপনার একাউন্টে ৩ ডলার থাকতে হবে।
পেমেন্ট সিস্টেমঃ paypal, payza, perfect money, bitcoin ইত্যাদি।
Protypers – with my reffer
Protypers – without my reffer
কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করুন এবং