আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
আমি আজকে আপনাদের সামনে ছোট্র একটি ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। ট্রিক্স টি ছোট্র কিন্তু আমি ভালো ভাবে বুঝিয়ে দিতে যাওয়ায় একটু বড় হয়ে যেতে পারে। এটা অনেকেই জেনে থাকতে পারেন কিন্তু যারা যানেন না তাদের জন্য আমার পোস্ট।
যে ট্রিক্সের কথা বলছি সেটি হলো আপনি কিভাবে আপনার ইচ্ছা মত ডোমেইন ব্যবহার করে মেইল একাউন্ট তৈরি করবেন। আর একটু বুঝিয়ে বলতে গেলে, আমরা সাধারনত (Name)@gmail.com অথবা (Name)@yahoo.com অথবা (Name)@hotmail.com এরকম মেইল একাউন্ট ক্রিয়েট করে থাকি। কিন্তু আমরা চাইলে (Name)@asia.com, @usa.com, @writer.com, @dr, @minister, @tochnologist এরকম আরো অনেক অনেক ডোমেইন আছে যা আপনি ব্যবহার করতে পারেন। আর কিছু বলবোনা বাকিটা নিজেই দেখতে পারবেন।
তো চলুন:
প্রথমে এই লিংকে যান। তারপর Free Sign Up এ ক্লিক করুন।
তারপর নিচের মত আসলে First Name, Last Name, Date Of Birth, Gender, Country সব পূরন করুন।
তারপর Choose Password এ আপনার পাসওয়ার্ড দিন, Re-Type Password এ একই পাসওয়ার্ড দিন। Security Question এ যেকোনো একটা প্রশ্ন সিলেক্ট করে Answer এ সেটার উত্তর দিন। Verify Your Registration এ I’m not a robot এ ক্লিক করুন
ক্লিক করার পর সেখানে টিক চিহ্ন দেখাবে নিচের মত, তারপর I Accept, Create My account এ ক্লিক করুন।
এখন নিচের মত আসলে Continue To Inbox এ ক্লিক করুন।
এখন আপনার তৈরিকৃত মেইল আপনার সামনে শো করবে।