Site icon Trickbd.com

[Hot post] ওপেন সোর্সের অ্যাপ ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর এর মতো ব্যবহার করুন চমৎকার একটি অ্যাপ!!!

Unnamed

সবাই কেমন আছেন,

আশা করি সকলেই ভালো আছেন,

আমাদের অ্যাপ ডাউনলোড এর কথা মনে করলেই প্রথমেই প্লে-স্টোরের কথা মনে পরে। কারন প্লে-স্টোরে সার্চ করলেই সব অ্যাপ আমরা পেয়ে যাই খুব সহজেই। এবং অ্যাপ ডাউনলোড করাও অনেক সহজ।

তবে অবাক করার মতো কথা হচ্ছে এমন অনেক চমৎকার অ্যাপ রয়েছে যা গুগল প্লে-স্টোরে নেই। সেই সব অ্যাপ রয়েছে ওপেন সোর্সে, যেমন মনে করুন টাইগারসি ম্যাসেঞ্জার, এই অ্যাপটি আপনি গুগল প্লেতে পাবেন না।

তার জন্য আপনাকে গুগলে সার্চ করে তারপরে লিংকে প্রবেশ করে ডাউনলোড করতে হবে।

এমন আরো অজস্র অ্যাপ রয়েছে ওপেন সোর্সের জগতে, এখন প্রশ্ন হচ্ছে সেগুলোর খোঁজ কীভাবে মিলবে? ওপেন সোর্সের অ্যাপগুলো তো আর গুগল প্লে-স্টোরের মতো কোথাও সংকলিত নেই, তাহলে ইচ্ছেমতো অ্যাপ খুঁজে পাওয়ার উপায় কী?

এই প্রশ্নের উত্তর দিতেই আমার আজকের এই পোষ্ট। আজকে এমন একটি অ্যাপ নিয়ে আলোচনা করবো যা আপনার প্লে-স্টোরে বিকল্প হিসাবে কাজে দিবে ওপেস সোর্সের ক্ষেত্রে।

অ্যাপের নাম: এফ-ড্রয়েড

সাইজ: 7MB

ডাউনলোড

প্লে স্টোরে যেমন সব অ্যাপস একসাথে রয়েছে, এই অ্যাপটিতেও তেমনি ওপেন সোর্সের যেকোন অ্যাপের সন্ধান পেয়ে যাবেন!

ওপেন সোর্সের অ্যাপগুলো হয়তো দেখতে আহামরি দৃষ্টিনন্দন না, কিন্তু উপযোগিতা বা দক্ষতার দিক থেকে এগুলোর কোন তুলনা হয় না।

তাহলে শুরু করা যাক:-

অ্যাপটি উপর থেকে ডাউনলোড করে নিন, এবং ওপেন করুন,

ওপেন করলেই প্রথমে চোখে পড়বে Letest অপশন এ থাকা লেটেস্ট আপডেট হওয়া অ্যাপ গুলো।

আর Categories অপশন থেকে খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি খুঁজে নিতে পারবেন।

এখন আপনি যেই অ্যাপটি ডাউনলোড করতে চান তার উপরে ক্লিক করলেই Install লেখাটি দেখতে পাবেন। এবং তার উপরে ক্লিক করুন।

দেখুন অ্যাপটি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। আপনি চাইলে ডাউনলোড করার আগে নিচে থেকে অ্যাপটির সম্পর্কে যেনে নিতে পারেন।

বিশ্বজুড়ে অ্যাপ ডেভেলপাররা সবার জন্য উন্মুক্ত একটি অনলাইন জগত গড়ে তুলতে কাজ করে চলেছেন, যেন একদম বিনামূল্যে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে মানুষ এই চমৎকার সেবা উপভোগ করতে পারে।

ওপেন সোর্স অ্যাপগুলোকে তারা এই মুক্তবিশ্বের আন্দোলনের একটি অংশ হিসেবেই দেখেন। এখানে তাদের অর্থ উপার্জনের কিছু নেই, বরং রয়েছে মানুষের কল্যাণে এগিয়ে আসার ভালবাসা মাখা প্রচেষ্টা।

আশা করি তাদের এই মহৎ কর্ম সুন্দর ভাবে সম্পূর্ন হোক।

ধন্যবাদ সকাইকে।