কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।
কথা না বলে চলে যাই আসল কাজে।
NanoTechnology আমরা ব্যবহার করি কিন্তু এ সমর্পকে কতাটা জানি। আজ এ নিয়ে আমরা আলোচনা করব।
ন্যানু শব্দটি গ্রিক শব্দ থেকে এ সেছে যার অর্থ জাদুকরী ক্ষমতা সম্পন্ন ক্ষুদ্রাকৃতিরর প্রানি।কিন্তু এটি এখন মাপের একক হিসেবে ব্যবহার হচ্ছে।
১ মিটারের ১০০ কোটি ভাগের ১ ভাগ হচ্চে এক ন্যনু মিটার।
ন্যনু হচ্ছে এমন একটি ধারনা যা অনেক ছোট বস্তু।
সাধারণত কোন বস্তুকে অনেক ছোট করা এবং অনেক বেশী কার্জ ক্ষম করাই এর লক্ষ্য।
আমাদের এ যুগে কম্পিউটার হচ্ছে এর বড় উদাহরণ। কেননা আগের দিনের কম্পিউটার ছিল অনেক বড় কিন্তু কাজ করছে ছোট। কেননা হিসাবের জন্য কম্পিউটার আবিষ্কার হয়েছিল।কিন্তু আজ এ কম্পিউটার টি অনেক ছোট হয়ে গেছে কিন্তু আগের থেকে অনেক বেশি কাজ করা যায়।
রিচার্ড ফ্যমন ১৯৫৯ সালে এই ন্যানু কথার ধারনা দেয়।মুলত ১০৮০ সালে মাইক্রোস্কোপ আবিষ্কারের জন্য এর ব্যপক প্রসার হয়েছে।
এখন জেনে নেই কিভাবে এটি কাজ করে,
১, top to bottom
2,bottom to top
top to bottom হচ্ছে কোন জিনিস কে কেটে কেটে ছোট করে তাকে একটা আকার দেওয়া। বর্তমানে এটি ব্যবহার হয় বেশি।
২,bottom to top
কোন ক্ষুদ্র জিনিসকে অনেক বড় বানানো।
১,বর্তমানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স,ক্ষাদ্য,প্যাকেজিং, ক্লথিং, ফুয়েল,ওষুধ ইত্যাদি তে ন্যানো টেকনোলজি ব্যবহিত হচ্ছে।
মোবাইলে এবং কম্পিউটারের প্রসেসরের ভিতরে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ন্যানো মিটার স্কেলের সার্কিট।
আর তাতে ব্যবহিত হচ্ছে ন্যানো টেকনোলোজি । বর্তমানে ইন্টেল প্রসেসর এ ৩০ন্যানো মিটার সরকিট ব্যবহার করতে পেরেছে
। আসাকরা যায় এটি সামনে আর কমবে।
তাছাড়া এটি এখন টিবিতে use করা হচ্ছে জার সুবাদে এখন led tv এসেছে।
( সে যুগ হয়েছে বাসি যে জোগে ওজন করে মানুষ পন্য কিনত)
এখন তৈরি হচ্ছে ন্যানো রোবট জা দেখতে অনেক ছোট কিন্তু অনেক কাজর্ক্ষম।
জেনে নেই এর উন্নয়ন হলে কি কি সুবিধা পাব
ন্যানো প্রযুক্তির জন্য চিকিৎসা ক্ষেত্রে নতুন দিগন্ত স্রস্টি করবে।কেননা বর্তমানে ক্যান্সার চিকিৎসায় আক্রান্ত কোষ গুলিকে রেডিয়েশন দিয়ে নস্ট করে দেয় এতে আক্রান্ত কোষ গুলি ছাড়াও বাইরের কোষ গুলি নস্ট হয়ে যায় যার ফেলে অনেক সমস্যা হয় কিন্তু ন্যানো প্রযুক্তির জন্য শুধুমাত্র আক্রান্ত কোষ গুলি নস্ট হবে।
তাছাড়া দেহে কোন রোগ হলে তা সহজএ জানা যাবে কেননা ছোট একটি ন্যানো রোবট শরিরে ডুকিয়ে দেওয়া হবে, তা শরিরের রক্তনালী দিয়ে ডুকে যে কোন রোগ ধরে ফেলবে।
অনেক কিছুই বলে ফেললাম এখন কিছু এর ক্ষতিকর দিক আলোচনা করব
১,এ কাজে অনেক অর্থের প্রয়োজন
২,অনেক ন্যানো প্রডাক্ট মানুসের মস্তিষ্কএর জন্য ক্ষতিকর
৩,এর জন্য অনেক বড় ধরনের যুদ্ধস্র বানানো সম্বভ যার জন্য যুদ্দ অনেক ভয়ানক হবে।
৪,ন্যানো প্রযুক্তি ব্যবহার করে স্পাই কেমেরা তৈরি করা যাবে জা সাধারণ চোখে দেখা যাবে না এতে মানুসের প্রাইবেসি বিঘ্নত হবে।
দেখে নিলাম ন্যানো সম্পর্কিত কিছু ধারনা, জানি না কতটোকো বুঝাতে পেরে ছি কিন্তু আমি আমার নিজের সকল চেষ্টাই করেছি আপনাদেরকে বোজাতে,
?কিছু কথা?
আমরা Android phone use করতে অনেক সমস্যায় পরি।কিন্তু ঠিক সময়ে কি করলে সমস্যা থেকে পরিত্রান পাব তা জানিনা। এজন্য আমরা একটি fb group খুলছি। যা আপনাকে অনেক সাহায্য করবে। তাই পোস্ট টি ভাল লাগলে আমাদের গ্রুপে জয়েন করার জন্য অনুরোধ করছি। free facebook link Trick Share Bd
facebook link Trick share Bd
পাশে থাকুন পাশে থাকব…
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
সবাইকে পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন।