Site icon Trickbd.com

এবার যেকোন url লিংক ছোট করে শেয়ার করুন। এবং এর যতগুলো জনপ্রিয় মাধ্যম আছে তার সবগুলো আজকের এই পোস্ট থেকে জেনে নিন।

Unnamed

আসসালামুয়ালাইকুম,
আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে url লিংক ছোট করে যেকোন জায়গায় শেয়ার করবেন।

এবং এর যতগুলো জনপ্রিয় মাধ্যম আছে তার সবগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাই সবাই মনোযোগ সহকারে পোস্টটি পড়বেন এবং কেমন লাগলো আমাকে জানাবেন।

আমরা অনেকেই google url shorter দিয়ে লিংক শর্ট করে থাকি। আর এটি একটি জনপ্রিয় মাধ্যম, প্রায় প্রচুর পরিমাণে জনগণ এটি ব্যবহার করে থাকে। তাই হয়তো আমরা অনেকেই এটি সম্পর্কে জানি, এবং এটি ব্যবহার করে থাকি। কিন্তু এই মাধ্যম ছাড়াও আরও অনেকগুলো জনপ্রিয় মাধ্যম আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি।

১. bit.ly
এটিও খুবই জনপ্রিয় মাধ্যম। এর মাধ্যমে আমরা যেকোন বড় লিংক ছোট করতে পারি খুব সহজেই। এবং এখান থেকে দেখতে পারবো লিংকে কতজন ক্লিক করছে এবং কোথায় কি করছে।

২.Tiny URL

এর মাধ্যমে আমরা লিংক ছোট করতে পারব। এবং যেকোন জায়গায় শেয়ার করতে পারবো।

৩.Notlong
এটিও ব্যবহার করে দেখতে পারেন।

৪.shorturl.com
এই সাইট টাও খারাপ না।

৫.is.gd
এই সাইট টা বেশ জনপ্রিয়।

আশা করি, আপনারা এই সাইট গুলো সম্পর্কে বুঝতে পারছেন। এর ব্যবহার গুলো খুবই ইজি এবং সব সাইটগুলো ব্যবহার প্রায় একই রকমের। তাই আমি এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো না। আপনাদের যদি সামান্য পরিমাণে বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করুন আমি কমেন্ট আপনাকে বুঝিয়ে দিব।

এবার আসি লিংক শর্ট করে শেয়ার করবেন কিসের জন্য?

আমরা অনেক সময় ইউটিউবের ভিডিও শেয়ার করি। কিংবা মার্কেটিং করার জন্য অনেক কিছু শেয়ার করে থাকি। এগুলো যদি আমরা সরাসরি শেয়ার করে থাকি তাহলে মানুষ বুঝতে পারবে যে মার্কেটিং এরা করেছে। অথবা বড় লিংক দেখে কেউ লিংকে ক্লিক করবে না। তাই আমাদের লিংকগুলো ছোট করে শেয়ার করে ভালো। এবং লিংক ছোট করে শেয়ার করলে আরেকটা যে সুবিধা পাওয়া যায় তা হলো, লিংকগুলোতে কতটি ক্লিক করল। কোথা থেকে ক্লিক করল তার বিস্তারিত তথ্য পাওয়া যায় তার ওয়েবসাইট থেকে। তাই সব মিলিয়ে বলা যায় লিংক ছোট করে শেয়ার করে ভাল।

আজকে এই পর্যন্তই সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।