Site icon Trickbd.com

নিয়ে নিন পহেলা বৈশাখের সেরা পাঁচটি গান।

Unnamed








সবাইকে নববর্ষের শুভেচ্ছা।
বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব “পহেলা বৈশাখ”। সারা দেশের মানুষ বিপুল উৎসাহ নিয়ে বিভিন্ন আনুষ্ঠিকতার মাধ্যমে দিনটি উদযাপন করছে।
বাঙালির নববর্ষ উদযাপন আজ সারা বিশ্বের নজর কেড়েছে। ধর্ম, বর্ন নির্বিশেষে সকলের মিলিতভাবে নববর্ষের যে আনন্দ তা সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ??
পহেলা বৈশাখে বাংলার বড় বড় শহর থেকে গ্রাম বাংলার প্রায় সর্বত্রই কনসার্টের আয়োজন হয়ে থাকে। তো, নববর্ষ নিয়ে গাওয়া দারুন জনপ্রিয় পাঁচটি গান দিলাম। বৈশাখের অনুষ্ঠানে এসব গান না থাকলে জমবে কি করে!!!


  1. গানের নামঃ বৈশাখী রঙ
    শিল্পীঃ ইমরান & মিলন ?
    ইমরানের সব গানের লিরিক্স আর সুরের তাল আকর্ষনীয়। বৈশাখের এটাও দারুণ একটা গান।
    Download
  2. গানের নামঃ বৈশাখী শুভেচ্ছা নিও।
    শিল্পীঃ জেমস (নগর বাউল)
    জেমসের গান মানেই সুরের ঝংকার। এ গানটিও অত্যন্ত সুমধুর
    Download
  3. গানের নামঃ বাজে রে বাজে ঢোল আর ঢাক
    এলো রে পহেলা বৈশাখ
    শিল্পীঃ সোনিয়া?
    এই গানটি প্রায় সবাই জানে। অত্যন্ত জনপ্রিয় গান। গানের স্টাইল আর বাজনা অসাধারণ।
    Download
  4. গানের নামঃ মেলায় যাই রে
    শিল্পীঃ মাকসুদ?
    সুপার একটা গান। বৈশাখের অনুষ্ঠানের জন্য ফাটাফাটি।
    Download
  5. গানের নামঃ মেলায় যেতে মনটা চায়
    শিল্পীঃ মিলা ?
    মিলার সব গানই ধামাকা টাইপের। এটাও জোস।
    Download