আসসলামু আলাইকুম।
একটু আগে আমি একটি পোস্ট করেছিলাম।আপনারা চাইলে ওই পোস্টটি দেখতে পারেন।যারা দেখেন নি তারা এই লিংক থেকে গিয়ে দেখে আসুন নয়তো কিছুই বুঝতে পারবেন না।
ইসলামিক বা যেকোন তথ্যমূলক এপ বানান sketchware দিয়ে(Sketchware app making tutorial3)
প্রথমে Sketchware এপে ঢুকুন।তারপর আগে যে এপটা আমরা অর্ধেক তৈরি করেছিলাম ওইটাতে ঢুকুন।ডাটা রিকোভার অপশন আসলে রিকোভার দিন।
Logic এ ক্লিক করুন
Oncreat এ ক্লিক করুন
Add variable এ ক্লিক করুন
string সিলেক্ট করুন আর page1 লিখে add এ ক্লিক করুন
স্ক্রিনসটগুলো ফলো করুন
এখানে বাটন 1 এ যে টিটল দিয়েছেন সেই টিটলের সকল তথ্য কপি করে পেস্ট করুন
তারপরে page1.xml এ ক্লিক করুন
page2.xml সিলেক্ট করুন
এখানেও একইভাবে কাজ করুন
এখানে আগের মত string সিলেক্ট করে page2 দিন।একইভাবে পেজ থ্রিতে page3 এড করবেন
তারপর main.xml এ ক্লিক করুন
তারপর logic এ ক্লিক করুন
তারপর + বাটনে ক্লাক করুন
intent লিখে এড দিন
বাটন ওয়ান এ ক্লিক করুন
Component এ ক্লিক করুন
স্ক্রিনসট ফলো করুন
এখানেPage1Activtiy সিলেক্ট করুন।একইভাবে button2 ইডিটের সময় Page2Activtiy সিলেক্ট করবেন এবং তারপর button3 তে Page3Activity সিলেক্ট করবেন
তারপর intent এ ক্লিক করুন
intent সিলেক্ট করুন
এভাবে Button2 আর 3 তে কাজ করুন।তারপর সবশেষে run এ ক্লিক করুন এবং install করুন
এপটির কিছু স্ক্রিনসট
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।