Site icon Trickbd.com

[Must see] যে ওয়েব সাইটগুলোতে আপনার কখনই প্রবেশ করা উচিত নয়।

Unnamed

ইন্টারনেট একটি অসমাপ্ত জগত,এর পরিধিরেখা নিয়ে নতুন করে বলার মতো কিছুই নেই।

কিন্তু যা বলার আছে বা, যা করার আছে, তা হচ্ছে ইন্টারনেটের নানা রকম জটিলতা সম্পর্কে আপনাকে সাবধান করা!!

পুরো ইন্টারনেট জুরে এমন অনেক বিরক্তিকর বা, ক্ষতিকর ওয়েব সাইট আছে যা আপনাকে মানসিকভাবে অসুস্থ করে তুলতে পারে।

এমন কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি ভূল করে প্রবেশ করলেও ভীত হতে পারেন খুব সহজেই।

তাই এমন কিছু ওয়েবসাইট নিয়েই থাকছে আজকের এই পোষ্ট।

যেন কখনোই এই সব সাইট গুলোতে ভূলক্রমেও প্রবেশ করতে না হয় তার জন্য।

White Enamel

হোয়াইট এনামেল এইটা একটি গেমিং সাইট। এবং এটা অবশ্যই দূর্বল মনের মানুষের জন্য নয়।

এই গেমসের ব্যাকগ্রাউন্ড মিউজিকে একটা বৃদ্ধ লোকের ক্রমাগত ভাঙ্গা গলায় গান গেয়ে যাওয়া আপনাকে চরম হতাশার মধ্যে ফেলে দিতে পারে।

এই গেমসে আপনাকে যেতে হয় একটি উন্মাদের আশ্রমে, আর যেটি পরিত্যাক্ত।

কখনও কখনও মনে হতে পারে আপনি আসলে একটি ভয়ঙ্কর ভয়ের ছবিই দেখছেন এবং তা আপনার চোঁখের সামনেই।

Cryptomundo

এটা একটা ভীতিকর ওয়েবসাইট। পৃথিবীর যত অতিপ্রাকৃ্তীক দৃশ্য আছে তার খোঁজই চলে এই ওয়েবসাইটে।

এর মধ্যে অতিপ্রাকৃত ঘটনা গুলোর ভিডিও এড ও করে রেখেছে।

এতে ভূলেও কখনো প্রবেশ করলে আপনার বাজে রকম একটা অভিজ্ঞতা হবে।

Hashima Island

এখানেও এই সাইটটিতে আপনি এমন একটি শহরে যাবেন, যেখানে কেউ নেই।

পুরাতন ভাঙ্গাচোড়া সম্পূর্ন শহরে আপনি শুধু মাত্র একা।

আর এর ব্যাকগ্রাউন্ড মিউজিক এমন যে আপনার পিলে চমকাবে নিশ্চিত। তাই এই সব থেকে সাবধন।

Death Date

এই সাইটটি দাবী করে যে তারা বলে দিতে পারে সেই দিনটির কথা, যেদিন আপনি মারা যাবেন।

এখানে জন্মতারিখ দিয়ে রেজিস্টার করলেই আপনার মৃত্যু তারিখ দেখিয়ে দিবে। এবং বাজে রকমের একটা সাউন্ড বাজতে শুরু করবে।

আর এইটা একজন মানুষের জীবনের স্বাভাবিক জীবনচক্রকে প্রভাবিত করতে পারে।

Bongcheon Dong Ghost

যদিও এটি একটি কমিক সাইট, তবুও ভুল করেও রাতে এই সাইটে আপনি ঢুকবেন না।

এখানে এমন একটি পরিবেশের সৃষ্টি করে যা দেখে আপনি আতকে উঠতে পারেন।

নির্দেশনা: উপরের সব গুলো ওয়েবসাইট এবং কি সম্পূর্ন পোষ্ট শুধু মাত্র আপনাকে সাবধান করার জন্য করা। আপনি ভূল করেও যেন সাইট গুলোতে প্রবেশ না করেন তার জন্য সর্তক করা।