Site icon Trickbd.com

আপনার অ্যাপ এ কিভাবে html কোড যুক্ত করবেন (apk editor+sketchwere)®

Unnamed

welcome to TRICKBD

কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

আমি মাসুদ,®
অনেক দিন পরে লিখলাম এজন্য আন্তরিক ভাবে দুঃখিত।
তো বন্ধু রা আজ আমি দেখাবো কিভাবে sketchware অ্যাপ দিয়ে তৈরিকৃত অ্যাপ এ html code add করে অ্যাপ বানানো যায়।
এজন্য আমাদের বাড়তি একটা অ্যাপ লাগবে সেটি হচ্ছে apk editor.
তাছাড়া একটি html ফাইল লাগবে এজন্য আমরা es file explorar লাগবে। তো আপনারা ১মে ১টি html ফাইল create করে enternal sd তে রাখবেন। ফাইল নামটির শেষে. html দিবেন।

এরপর sketchware open করে আইকন দিয়ে ক্রেট অ্যাপ এ ক্লিক করেন
এরপর একটি webview add করে লজিক এ যান

view থেকে web view load url এ যান


সস অনুযায়ী দুটি ব্লকে দুটি কাজ করে নেন

run এ ক্লিক করে ইন্সটল করে নেন।

এর পর আমাদের কাজ হল apk editor open করে আমাদের ক্রেট করা app টা selecte করে ful edit এ ক্লিক করেন

এরপর ফাইল এ যেয়ে res এ যান তারপর একটা ফাইল add করেন assets নামে

এরপর assets এ প্রবেশ করে + আইকনে ক্লিক করুন

তারপর আমাদের ক্রেট করা html file টি সিলেক্ট করুন

এখন বিল্ড করে ইন্সটল করে অপেন করে দেখুন কাজ করে কিনা।আমি কিছু প্রফ দিলাম (বিঃদ্র আমি html file টি ridmik keyboard থেকে নিয়েছি)

কিছু কথা


আজ এপর্যন্তই এখন যদি কেউ না বুঝেন তাহলে নিচের ভিডিও টি দেখেন। আর হ্যা চ্যানেল টি আমি নতুন খুলছি এখানে

sketchware app and marquee text সহ অনকে অ্যাপ এর টিউটোরিয়াল আছে চাইলে দেখতে পারেন। আর আমার চ্যানেল টি subscribe করে রাখেন।

video link
##সবাইকে ধন্যবাদ সময় নিয়ে আমার পোস্টি পড়ার জন্য

free.facebook এ আমি