Site icon Trickbd.com

ওয়েব ডিজাইনের জন্য কালার কোড খুজছেন? Offline এ নিয়ে নিন পিকচার থেকে পছন্দমতো কালার কোড বের করার জনপ্রিয় একটি অ্যাপস_

Unnamed

Welcome to TrickBD
কেমন আছেন সবাই। ইনশাল্লাহ ভালই আছেন। আমিও ভাল আছি। সবাই তো কম বেশি ওয়েব ডিজাইন করি। কিন্তু যদি ভাল কোন কারার কোড সহজে মিলে না। তার মানে ডিজাইনটাও মনের মতো হয় না। তাই ওয়েব ডিজাইনে কালার কোড অত্যন্ত জুরুরী। কিছুদিন আগে এক ট্রিকবিডি টিউনার এ নিয়ে একটা গুরুত্বপূর্ন পোস্ট লিখেছিল। যদিও পোস্টা ভাল ছিল, কিন্তু কালার কোড বের করতে Online অথবা ইন্টারনেটের দরকার পরতো। তাই আমি আজ দেখাব, ইন্টানেট কানেকশন না দিয়েই Offline এ যেকোন পিকচার হতে কালার কোড বের করুন। এখন ওয়েব ডিজাইন হবে আরও সহজ, আরএ চমৎকার।
TrickBD.com
Create something new for Knowledge

প্রথমে Software টা Play store হতে Install করুন।

এখন নিচের Screenshot গুলো অনুসরণ করুন।





আমি যেহেতু এটা দিয়েই কালার কোড বের করি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবং শেয়ার করেই ফেল্লাম।

আমিও সখের বশে ওয়েব ডিজাইন করি। আমি এই অ্যাপস টা অনেক আগে থেকে ব্যবহার করে অনেক মজা পাইছি। ব্যবহার করে দেখতে পারেন, অনেক কাজে লাগবে আপনার।
আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আবারও নতুন কোন টপিক নিয়ে। সে পর্যন্ত ভালই থাকুন।