Site icon Trickbd.com

আমার দেখা সবচেয়ে সেরা একটি ফ্রী স্পোর্ট সাইট। [[MUST MUST SEE]] ★★★

Unnamed

—————————————————————————–

আশাকরি সবাই ভাল আছেন। কেননা ট্রিকবিডি ভিজিট করলে সবার মন এমনিতেই অনেক ভাল হয়ে যায়। তো বন্ধুরা টাইটেলেই বুঝে গেছেন আজকের টেক পর্ব কি। হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের দেখাব আমার দেখা সবচেয়ে সেরা একটি স্পোর্ট সাইট “SOCCER WAY” যেটি কিনা আপনি একদম Freebasices -এ ব্রাউজ করতে পারবেন।



এবার আসুন জেনে নিই তাহলে এই স্পোর্ট সাইটটিকে সবচেয়ে সেরা বলার কারন কিঃ


১। আপনি ক্রিকেট, হকি, ফুটবল, হ্যান্ডবল, বাস্কেটবল, বাস্কেটবল, ভলিবল, ব্যাসবল, রাগবি, ব্যাডমিন্টন, টেনিস, রেসিং, গল্ফ সহ ক্রীড়াজগতের  প্রায় সবধরনের নিউজ পাচ্ছেন একদম হাটের মুঠোয়।

২। আপনি প্রত্যেক ম্যাচের লাইভ আপডেট পাবেন খুব সহজে হোক সেটা উপরের দেয়া যেকোনো খেলা।

৩। ফিফার আওতাভুক্ত যত ফুটবল ম্যাচ আছে, হোক সেটা ক্লাব পর্যায়ে কিংবা জাতীয় পর্যায়ে কিংবা অনুর্ধ্ব, প্রত্যেকটি ম্যাচের লাইভ আপডেট পাওয়া যায়। ফলে বাদ পড়েনা বাংলাদেশের নামটাও। কোনোদিন ২০০০+ ম্যাচের স্কোর আপডেট পাওয়া যায়। (strange. how is it possible?) শুধু তাইনা ফিফার আওতাভুক্ত প্রত্যেকটা লিগ, কাপের লিডারবোর্ড / পয়েন্ট টেবিল দেখা যায়। এর চেয়ে আরো বিস্ময়ের খবর হলো ফিফার অধীনে প্রত্যেকটা প্লেয়ারের ব্যাক্তিগত পরিচিতি যেমন : নাম, বয়স, জাতীয়তা, এবং প্রত্যেক মৌসুমে তার খেলার পারফরম্যান্স দেখানো হয়। এবং ম্যাচ পূর্ব টিমের স্কোয়াড, রেফারিদের ও সম্পর্কে জানা যায়
এর ফলে আপনি অতি সহজে হয়ে যেতে পারেন একজন ফুটবল বোদ্ধা। সামনে বিশ্বকাপ প্রত্যেকটি ম্যাচের লাইভ আপডেট গোল, এসিস্ট, প্লেয়ার এনালাইসিস করতে এই সাইটটির কোনো ঝুড়ি থাকবেনা।

৪।  বাকি যতসব খেলার নাম উল্লেখ আছে তা ফুটবলের মতই বিস্তারিত এনালাইসিস করে আপনার নিকট খেলাজগতের সকল তথ্য পৌছে দিবে। এসাইটটি।
সর্বোপরি এই স্পোর্ট সাইটটির জন্য আপনি খুব সহজেই বনে যেতে পারেন একজন ক্রীড়াব্যক্তিত্ব।



এখন তাহলে জেনে নেয়া যাক আমরা কিভাবে এই পরিষেবাটি গ্রহণ করব।


১। ভিজিট www.internet.org

২। এবার স্ক্রল করে সবার নিচে যান।

৩। তারপর ক্লিক করুন Add More free Services -এ করুন।

৪। এখন সার্চ বক্সে Soccer Way লিখে সার্চ  করুন।

৫। এবার সার্চ রেজাল্টে Soccer Way সাইটটি দেখতে পারবেন। সাইটির উপর ক্লিক করুন।  এবার  Add -ক্লিক করা মাত্রই  সাইটটি  Freebasices – এ যুক্ত হয়ে যাবে।



মডেল হিসেবে স্পোর্ট সাইটটির শুধুমাত্র ফুটবলের কিছু স্ক্রিনশট  তুলে ধরলাম:




তো বন্ধুরা এই ছিল আজকের টেক পর্ব।। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, ট্রিকবিডির সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।।