Site icon Trickbd.com

জেনে নিন বিশ্বকাপে অংশ নেয়া দল গুলোর র‍্যাংকিং

Unnamed


বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩২ টি দেশ অংশ নিচ্ছে এবারের রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে। রাশিয়ার মাটিতে অনুষ্ঠিত এই বিশ্বকাপে ৩১টি দল এসেছে বাছাই পর্ব পাড়ি দিয়ে। আর বাকি একটি দল (রাশিয়া) খেলছে স্বাগতিক হিসাবে


ক্রিকেটের মত অযৌক্তিক কোন নিয়ম নেই ফুটবলে। এখানে সব দলকেই খেলতে হয় নিজ নিজ অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে। আর সেখানেই যেমন বিদায় নিল চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি কিংবা নেদারল্যান্ডের মত দল। তবে চলুন দেখে আসি ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া দল গুলোর র‍্যাংকিং।


১. রাশিয়া- ৬৬
২. সৌদি আরব – ৬৭
৩.মিসর- ৪৬
৪. উরুগুয়ে -১৭
৫. পর্তুগাল – ৪
৬. স্পেন- ৮
৭. মরক্কো- ৪২
৮. ইরান- ৩৬
৯. ফ্রান্স- ৭
১০. ডেনমার্ক- ১২
১১. অষ্ট্রেলিয়া-৪০
১২. পেরু- ১১
১৩. আর্জেন্টিনা- ৫
১৪.আইসল্যান্ড- ২২
১৫. ক্রোয়োশিয়া- ১৮
১৬. নাইজেরিয়া- ৪৭
১৭. ব্রাজিল-২
১৮. সুইজারল্যান্ড-৬
১৯. কোস্টারিকা-২৫
২০- সার্বিয়া- ৩৫
২১. বেলজিয়াম-৩
২২. পানামা- ৫৫
২৩. তিউনিশিয়া-১৪
২৪. ইংল্যান্ড-১৩
২৫. পোল্যান্ড-১০
২৬. সেনেগাল-২৮
২৭. কলম্বিয়া-১৬
২৮- জাপান- ৬০
২৯. জার্মানী- ১
৩০. মেক্সিকো- ১৫
৩১. সুইডেন-২৩
৩২. দক্ষিন কোরিয়া- ৬১

সূত্রঃ অনলাইন