Site icon Trickbd.com

[Free basics] ফ্রীতে বিশ্বকাপ ফুটবল লাইভ স্কোর দেখবেন যেভাবে,,,ফুটবল ছাড়া অন্যান্য স্কোর দেখতে পারবেন।[Just Click to Do This]

Unnamed

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

যাহোক ঈদ আনন্দ নিয়ে আশা করি সবাই ভালো আছেন।অনেকদিন পর ট্রিকবিডিতে এলাম।

[বিশ্বকাপ ফুটবল] আপনারা হয়ত সহজেই কিভাবে লাইভ স্কোর কিংবা কোন দল কত গোল দিল দেখতে চান।বাট এমবি না থাকায় দেখতে পারেন না।তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে Free basics ব্যবহার করে সহজে বিশ্বকাপ ফুটবলের স্কোর গুলো দেখবেন।এখানে ফুটবল ছাড়াও অন্যান্য খেলার স্কোর দেখতে পারবেন।

তো চলেন কিভাবে আমরা Free basics ব্যবহার করে কাজটা করবো।
প্রথমে Free basics অ্যাপ অথবা ব্রাউজারে যান।তারপর আরো পরিষেবা যোগ করুন এ ক্লিক করুন।

সার্চ বক্সে Football লিখে সার্চ দেন।


তারপর সার্চ হলে Football scores এর পাশের + চিহ্নে ক্লিক করুন।

যোগ করুন এ ক্লিক করুন।

Soccer এ ক্লিক করুন।

দেখুন ফিচার গুলো,,,,আরো অনেক ফিচার আছে ট্রাই করলেই পারবেন।

দেখুন ফুটবল বাদে কতকগুলো খেলার স্কোর দেখতে পাবেন।

আশা করি সবাই ভালো থাকবেন।নিত্য নতুন ট্রিক ও ইসলামিক পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।পরবর্তীতে আরো এরকম টিপস্ পেতে সাথেই থাকুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকুন,সুস্থ থাকুন।

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না।কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।

আল্লাহ হাফেজ

যেকোন প্রয়োজনেঃ

Exit mobile version