Site icon Trickbd.com

[HoT PosT] ফ্রি কথা বলুন যেকোনো নাম্বারে। নতুন এপ দিয়ে। brilliAnt এপ এর মত নতুন আর একটি এপ এটি। না দেখলেই মিস

Unnamed

আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন?? আশা করি ভালো। অনেকদিন পর আজ একটা টিউন করছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
.
.
.
আজ আসলাম ফ্রি কলিং এপ নিয়ে। এই এপ দিয়ে দিয়ে ৬০ টি দেশে ফ্রি কথা বলা যাবে। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবেন…..
.
এটি ব্রিলিয়ান্ট কানেক্ট এপ এর মত। ব্রিলিয়ান্ট এপ এ এখন ৩ টাকা দেয়। আগে দিত ১০ টাকা।
আর এই এপ এ পাবেন ৫০ মিনিট।
প্রতিবার ৫০ মিনিট পাবেন। সবচেয়ে বড় ব্যাপার, এই এপ এ মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা লাগে না। ই-মেইল দিয়েই ভেরিফাই করতে হয় ।
.
.
প্রথমেই প্লে স্টোর থেকে Primo এপ টি নামিয়ে নিন.

.
.
.তারপর অপেন করুন। স্ক্রিনশট ফলো করুন.


Get started দিন…
তারপর সাইন আপ এ ক্লিক করুন

.
.
তারপর একটি ইউজার নেইম, ভ্যালিড ই-মেইল, পাসওয়ার্ড দিন। ভ্যালিড ই-মেইল বলতে, যেটির একসেস আপনার হাতে আছে, সেটি। জিমেইল ইউজ করাই বেটার।

.
তারপর এমন আসবে, স্কিপ দেন।
.

এমন পেইজ আসবে, আপনার এখানে ০০ মিনিট শো করবে। মিনিট পাওয়া যাবে একমাত্র ই-মেইল ভেরিফাই করার পর । আপনার দেওয়া ই-মেইল লগইন করুন।

এইরকম একটা ইমেইল আসবে, ঐটা ওপেন করে একটা লিংক পাবেন, ঐটা তে ক্লিক করলেই ৫০ মিনিট ফ্রি পাবেন।
আমার ৪২ মিনিট আছে। বাকি মিনিট দিয়ে কথা বলে ফেলছি….
দেখুন কল দিলাম, আমার ফোনে ভরা সিমেই কল দিলাম, কল ঢুকলো


তো আজ এই পর্যন্তই।.
বড় কথা,
যে নাম্বারে ফোন দিবেন, সেই নাম্বারে ডাটা কানেকশন লাগবে না।

যেকোনো নাম্বারে কল যাবে
>>> ডাটা ক্লিয়ার করে আবার সেইম প্রসেস এ ট্রাই করবেন। ৫০ মিনিট পাবেন।
>>> ভয়েজ ক্লিয়ারিটি নরমাল। তবে ব্রিলিয়ান্ট এর মত দ্রুত কথা ট্রান্সফার হয় না আমার মনে হলো। এখন এটা আমার নেট প্রব্লেম কিনা, জানি না। নাকি এপ এর প্রব্লেম তাও জানি না। আপনারা ট্রাই করে কাইন্ডলি কমেন্ট এ জানাবেন। তাহলে সবাই জানতে পারবে।

।।
কেউ যদি না বুঝে থাকেন এবং যদি কারো ভিডিও দেখার দরকার হয়, দেখে নিন।

কারো প্রব্লেম হলে কমেন্ট করুন।

সো, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।
ফেইসবুকে আমি হাসান রাব্বি

Exit mobile version