যাদের এখনো পছন্দের কলেজ আসেনি তারা ০৭/০৭/২০১৮ ইং এ বোর্ড এর আদেশক্রমে নিজের ভর্তি বাতিল করতে পারবে।

এর জন্য আপনি যে কলেজ এ ভর্তি নিশ্চিত করেছেন সেই কলেজ থেকে বোর্ড এর আদেশক্রম লিপি তুলতে হবে। এবং ০৭/০৭/২০১৮ তারিখ এ ভর্তি বাতিল করে পুঃনরায় মাইগ্রেশন করতে হবে। আপনার পছন্দের কলেজ না আশা পর্যন্ত মাইগ্রেশন চলমান থাকবে।
এর জন্য কোন ফি লাগবে না।
তবে যারা ৩য় পর্যায় ভর্তি আবেদন করেছে তাদের জন্য বোর্ড থেকে জরিমানার আদেশ রয়েছে।।
সুত্র: ধামরাই সরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজ
আমি যেখানে আমার এক ছাত্রকে আবেদন করেছিলাম সেখানে আসেনি।
বরং ৪র্থ চয়েজ এসেছিলো।।
সে নিচের সরকারি কলেজ এ ভর্তি ইচ্ছুক।।
তার প্রথম চয়েজ এটি ছিলো।।


তার এসেছে নিচের কলেজ


যারা এখন পছন্দের কলেজ পান্নি তারা ০৭/০৭/২০১৮ তে মাইগ্রেশন করুন।
মনে রাখবেন আপনার পুর্বের আবেদন এর বাহিরে চয়েজ এ মাইগ্রেশন করতে পারবেন না।

11 thoughts on "যাদের ১ম, ২য়, ৩য় পর্যায় এ পছন্দের কলেজ আসেনি তারা এই দিকে আসুন।"

  1. ALAMIN Contributor says:
    ami to kono apply kori nai r.. akhn ki abr apply korte parbo?
  2. Ranar Mehedi Contributor says:
    Vai aponar fb id deoya jabe
  3. মামুন Author says:
    Migration কিভাবে করতে হয়!
  4. Mahbub Pathan Author says:
    এই ছোট্ট একটি পোস্টে যদি এতো বানান ভুল হয়, আশ্চার্যের ব্যাপার। ফি লিখার জায়গায় ফ্রি। আরোতো আছেই।
    1. মানুষের চোখে ছোট ভুল ই বড় করে দেখা যায়।
      ধন্যবাদ।। কথাটা অন্যভাবে বল্লেও পারতেন।
      কারণ অনেক সময় ট্রাইপিং মিস্টেক হয়।।
    2. Mahbub Pathan Author says:
      আরে ভাই আমি তো সেটাই বলতেছি, ছো্ট্ট পোস্টে যদি এতো টাইপিং মিসটেক হয়। তাহলে কীভাবে কী হবে।
    3. Raju Das Rudro Author says:
      আপনার নিজের বানানেই তো ভুল ।
  5. Hridoy Khan Contributor says:
    ভাই আমার ৩য় চয়েজ এ কোনো কলেজ আসে নাই, তাহলে আমি কি করবো প্লিজ একটু বলবেন
  6. Muhammad Ikram Contributor says:
    Vai akto balo bhabe bolen.Ami akhon ekti college e nischayan korchi kinto vorti hoi nai akhon ki ami onno college a vorti hote parbo….?

Leave a Reply