আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম
বিঃ দ্রঃ যারা এটা জানেন তারা দূরে থাকুন.. অযথা চেঁচামেঁচি করবেন না.. আর হ্যা আমি এরকম কোন পোস্ট Trickbd তে পাইনি.. থাকলে জানাবেন..
পোস্টের বিষয়ঃ
? আপনারা সবাই নিশ্চয়ই জানেন Screenshot Prevent App কি.. Screenshot Prevented App গুলোতে আপনারা কোনো Screenshot নিতে পারবেন না.. মানে ঐ App এ Screenshot Block থাকবে.. আপনার যদি নিজের বানানো কোনো App থাকে এবং আপনি যদি চান এই App এর screenshot কেউ না নিক তাহলে আপনি App টিতে Screenshot Prevent On করতে পারেন.. আবার ধরুন আপনার ফোনে এমন কোনো App আছে যেটাতে কোনো প্রকার screenshot যাতে না নেওয়া যায় এমনটা করতে চান তাহলে আপনি সেই App এ Screenshot Prevent On করতে পারেন.. তো আমি সেটাই দেখাবো কিভাবে আপনি Screenshot Prevent App বানাবেন..
এই কাজের জন্য আপনাদের App Cloner (Pro) App টি লাগবে.. এটা নিশ্চয় আপনাদের কাছে আছে.. কারণ এটা নিয়ে অনেক পোস্ট করা আছে..আমিও করেছিলাম একটা পোস্ট..
তবুও লিংক দিচ্ছি..
Click Here to Download App Cloner Premium
প্রথমে আপনারা App Cloner এ যে app টি Screenshot Prevent On করতে চান সেই App Open করবেন..
একটু নিচে যাবেন.. “Privacy Options” এ ক্লিক করবেন..
নিচের ss এর মতো দেখতে পাবেন.. একটু নিচে যাবেন..
“Prevent Screenshots” ‘On’ করে দিবেন..
তারপর ব্যাক এ এসে টিকচিহ্নে ক্লিক করবেন..
Clone করা শেষ হলে App টি install করে Screenshot নেওয়ার চেষ্টা করুন.. Screenshot নিতে পারবেন না.. কেউ নিতে পারবেনা Screenshot..
যদি কোন external app দিয়ে screenshot নেওয়ার চেষ্টা করেন তাহলে নিচের ss এর মতো পুরো স্ক্রীণ কালো এরকম ss আসবে. আর ফোনের বাটন চেপে ss নিতে গেলে ss উঠবেই না.. নিচের ss এ দেখানো লেখাটি আসবে..
এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন
Technology বিষয়ক আমার নতুন গ্রুপটিতে জয়েন করুন.. যেকোনো সাহায্য পাবার জন্য..
Tech Magician’s BD
যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ