Site icon Trickbd.com

Picsart দিয়ে 3D Photo Edit করুন.. এবং আপনার ফটোকে দিন অসাধারণ লুক.. [Picsart Editing Tutorial]

Unnamed

আপনাকে ট্রিকবিডিতে স্বাগতম..
সবার আগে আমার একটা মতামত জানার আছে.. আমি Messenger Bot বানানোর Tutorial দিচ্ছিলাম.. কিন্তু কিছু সমস্যার কারণে পরে আর দিতে পারিনি.. তো আমি কি আবার Tutorial দিবো?? আর একদম শুরু থেকে দিবো নাকি যে দুই পর্ব পোস্ট করেছিলাম তার পরের পর্ব থেকে দিবো…

 

পোস্টের বিষয়ঃ


 ? আজকে একটি Photo Editing Tutorial নিয়ে হাজির হলাম.. আশা করি Tutorial টি আপনাদের ভালো লাগবে.. আপনারা নিশ্চয়ই নিচের ss গুলোর মতো Photo দেখেছেন.. ফোনের ওপর Photo লাগানো হয় যেটা দেখে মনে হয় ফোনের ওপরই ছবিটি.. 3D এর মতো দেখতে মনে হয়.. আজকে এরকমই edit করার Tutorial নিয়ে হাজির হলাম..



চলুন শুরু করা যাকঃ


প্রথমে Picsart open করে.. + Icon এ ক্লিক তরে Draw তে ক্লিক করবেন..

Create New এ ক্লিক করবেন..

তারপর আপনার photo এর size সিলেক্ট করে উপরের কোণার Icon টিতে ক্লিক করবেন..

আপনার Background Photo টি add করবেন..আমি Background Google থেকে নিয়েছি আপনি চাইলে আপনার ফোনের ছবি দিয়েও করতে পারেন.. আর যদি আমার কাছে থেকে Photo টি নিতে চান তাহলে আমাকে মেসেজ করবেন দিয়ে দিবো..

এবার একটে নতুন Layer add করবেন..

এবার ফোনের স্ক্রীণের চারপাশে বর্ডার দিবেন কালো করে..

এবার আপনি এখানে যে ফটোটি লাগাতে চান সেটি একটি নতুন লেয়ারে ওপেন করবেন এবং Opacity কমিয়ে দিবেন যাতে নিচের লেয়ারগুলোও দেখা যায়.. আমি আপনাদের দেখানোর জন্য Google থেকে Download করা একটা ফটো ব্যবহার করছি.. আপনি আপনার যে ফটো লাগাতে চান সেটা ব্যবহার করবেন..

এরপর বর্ডারের বাইরের অংশ এবং উপরের দিকে অন্যান্য অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলুন..

এবার Opacity বাড়িয়ে দিন..

এবার Color, Brightness, Contrast etc. Adjust করতে চাইলে করে নিবেন..

এবার সেভ করে নিন.. দেখুন নিচের ফটোটা আমি ইডিট করলাম..

Video :


যাদের বুঝতে সমস্যা হচ্ছে ভিডিওটি দেখতে পারেন..

এখন এ পর্যন্তই..কষ্ট করে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ..
কোনো ভুল হলে ক্ষমা করে দিবেন..সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

যেকোনো সমস্যা আমার Technology বিষয়ক গ্রুপটিতে পোস্ট করে সমাধান পেতে পারেন..
Tech Magician’s BD (Click Here to Join)

যেকোন সমস্যায় ফেসবুকে আমিঃ