Site icon Trickbd.com

[Official] ট্রেইনারদের জন্য কিছু নির্দেশনা।আর্নিং পোষ্ট করার আগে অবশ্যই দেখুন। [Earning post allowed]

notice icon

প্রথমেই ট্রিকবিডি পরিবারের সকল মেম্বারদের ধন্যবাদ জানাচ্ছি,যারা এতবছর যাবত ট্রিকবিডিকে ভালোবেসে পাশে আছেন।
আশা করি ভবিষ্যতেও থাকবেন।
তবে সবচেয়ে বেশি ক্রেডিট পাওয়ার কথা ট্রেইনারদের।
ট্রেইনারদের অবদানের কারণেই ট্রিকবিডি এই দীর্ঘ পথ পাড়ি দিতে সক্ষম হয়েছে।
তাই ট্রেইনারদের নিয়ে বরাবরই আমাদের কিছু আলাদা পরিকল্পনা থাকে।
কিন্তু সময়/সুযোগের অভাবে তা হয়তো সবসময় সম্ভব হয়না।
তবে নিঃস্বার্থভাবে কাজ করা ট্রেইনারদের জন্য ট্রিকবিডি সামান্য বোনাসের ব্যবস্থা করেছে।
যা বলতে গেলে একদমই নগণ্য।
কিন্তু ৯০% এর মত ফ্রি ব্যাসিক ইউজার ও এক্সপার্ট হওয়ার কারণে এডব্লক করে ভিজিট করায় এই বোনাসের পরিমাণ এরচেয়ে বেশি করা আমাদের পক্ষে আদৌ সম্ভব হচ্ছেনা।
মনে রাখবেন,এটা কোনো পারিশ্রমিক নয়।
এগুলো হাদিয়া হিসেবে গ্রহণ করতে পারেন।
পারিশ্রমিক মনে করলে আপনার ভেতর যে শেখানোর প্রবল আগ্রহ আছে,তা দমে যাবে।
ভালো কাজের কোনো মূল্য হয়না।
আপনাদের এই কাজের মূল্য আমরা যারা শিখছি,তারা কখনোই চুকাতে পারবোনা।
জ্ঞানের মত অমূল্য সম্পদ নিঃস্বার্থভাবে বিতরণ করতে পারার মত মহৎ গুণ কয়জনেরই বা আছে?

এই গুণে গুণান্বিত সকল মানুষকে আবারো শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

এখন মূল পয়েন্ট এ আসি।
কিছুদিন আগে রেফার নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়েছিলো।
কারণ,ঐ সময়টাতে রেফারের জন্য পোষ্ট এতই বেড়ে গিয়েছিলো যে আমাদের পক্ষে সামলানো মুশকিল হয়ে গিয়েছিলো।
একই পোষ্ট দিনে ৮ বার পর্যন্ত হয়েছে।

এখন আপনাদের জন্য সুখবর হলো,কিছু শর্ত মেনে রেফার লিংক/কোড শেয়ার করতে পারবেন।

শর্ত:

শর্ত দেখতে বেশি মনে হলেও এগুলো আগে থেকেই কার্যকর আছে।
স্মরণ করিয়ে দেয়া হলো শুধু।

এবার সাধারণ পোষ্টের জন্য:

আশা করি এই নির্দেশনাগুলো ইউটিউবার ও অনলাইন ইনকামে আগ্রহীদের জন্য উপকারী হবে।
তবে মনে রাখবেন,ট্রিকবিডিকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করবেন না।
অন্যদের স্বার্থের জন্য ব্যবহার করুন।

সবাই শেখাতে এগিয়ে আসুন।
তাহলেই আপনার ফ্যানবেজ তৈরি হবে ও অনলাইনে সফল হওয়ার চান্স বাড়বে।
আশা করি নিয়মগুলো মেনে চলবেন।
তাহলেই আমাদের পক্ষে মানসম্মত ও আপনাদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা সম্ভব হবে।

আর হ্যাঁ,
আমাদের একটা পরিকল্পনা আছে।
যেটি বাস্তবায়ন করা সম্ভব হলে সাইটের বেশিরভাগ কন্ট্রোল আপনাদের হাতেই থাকবে।
কিছু নির্দিষ্ট সিস্টেমে (লাইক/রিপোর্ট) পোষ্ট পাবলিশ,ডিলিট সব অনেককিছু কন্ট্রোল করা যাবে।
সবাই পোষ্ট ও করতে পারবে।
যেকোনো কিছু।
সোশ্যাল সাইটের মত।

যতটুকু সম্ভব ট্রিকবিডিতে কন্ট্রিবিউট করুন।বন্ধুদের সাথে ট্রিকবিডির পরিচয় করিয়ে দিন।
ট্রিকবিডি এপ দিয়ে রেজিস্ট্রেশন অন করে দেয়ায় এখন একাউন্ট করা নিয়েও আর ঝামেলা থাকছেনা।
নতুন+পুরাতন রুলসগুলো যথাসম্ভব মেনে চলতে চেষ্টা করুন।
এতে করে আমাদের কাজ সহজ হবে।আর সেবার মান আরো উন্নত করতে পারবো।

ধন্যবাদ সবাইকে।

Exit mobile version