Site icon Trickbd.com

SSC তে A+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের টেলিটক আগামি সিমের আবেদনের নিয়মাবলী ।[ssc 2010-2018]

Unnamed

আসসালামু আলাইকুম ।

Trickbd know for sharing world এ আপনাদের সবাইকে স্বাগতম ।

আপনারা সকলেই জানেন আমাদের দেশীয় সীম সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক প্রতি বছর SSC তে A+ প্রাপ্ত সকল ছাত্রছাত্রীকে একটি করে আগামী প্যাকেজের সীম ফ্রিতে দিয়ে থাকে । তেমনি এ বছরেও আবেদন চলবে ২০ আগস্ট ২০১৮ তারিখ পর্যন্ত । ২০১০ থেকে ২০১৮ পর্যন্ত A+ ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন ।

এই সীমের সুবিধা
Voice call:
Teletalk to teletalk : 25 Paisa
Teletalk to others : 60 Paisa
Data Package: 1 GB 100 Tk, 30 Days validity.
যে যে এই সিমের জন্য এ বছর আবেদন করতে পারবেন ।

আবেদন ও সীম প্রাপ্তির নিয়মাবলি ।

আপনার বোর্ডের শর্ট কোড ।

কাস্টমার কেয়ার কোড নাম এবং পুরো ঠিকানা ।

বিঃ দ্রঃ অনেকে আবেদন করে সিম তোলার তারিখ তাকে জানিয়ে দেয়া হয় তারপরেও কিছু বোকা লোক আলসেমি করে সিম নিতে যায় না । একরার আবেদন করার পরবর্তি বছরগুলোতে আর আবেদন করতে পারবেন না আপনে সিম নেন বা না নেন তাতে কিছু যায় আসেনা । অনেকে আছে বিগত বছরে আবেদন করেছিল বাট সিম নেয়নি আর জীবনে এই সিম নিতে পারবেন না আর আবেদন তো দূরের কথা ।

পোস্টটি আপনার ভালো লাগলে আমার সাইটে একটু ঘুরে আসবেন ধন্যবাদ । TipsBD.NET