আপনি যদি কখনো প্রিন্ট করানোর জন্য পেন ড্রাইভে করে কম্পিউটার দোকানে ফাইল নিয়ে যান তখন দেখবেন

কয়েকটা ডিভাইস থেকে আপনারটা খুজে পেতে সমস্যা হয়। বা ধরুণ আপনার নিজেরই ২ টা পেন ড্রাইভ। কখনো

রিমুভ করতে গিয়ে একটার যায়গায় আরেকটা রেমুভ করে ফেললেন। অবশ্য নাম পরিবর্তন করে এই ঝামেলা

কিছুটা এড়ানো যায়। কিন্তু এই যুগে তো আর নাম পড়ার মত সময় নাই।  ?

এর চেয়ে ভাল হয় যদি আপনি নিজের ছবিটাই Pen Drive এ ব্যবহার করেন। অথবা অন্য কোন ছবি যেটা

আপনাকে ডিভাইস চিনতে সাহায্য করবে। সবচেয়ে বড় কথা হল এটা একটা মজার ব্যাপার। আপনার বন্ধুরা যারা

এটা করতে পারে না তারা অবাক হয়ে যাবে এটাতে আপনার ছবি দেখে।

যা যা লাগবে-

  1.  অবশ্যই একটা পেন ড্রাইভ। অবশ্য হা্র্ড ড্রাইভের আইকন ও এভাবে পরিবর্তন করা যাবে।
  2.  আপনার ছবির আইকন ফরম্যাট। অবশ্যই .bmp টাইপ ছবি হতে হবে।
  3. একটি অটোরান ফাইল।

এবার শুরু করুন-

  1. প্রথমেই  Pen Drive টি আপনার পিসিতে ইনসার্ট করুন।
  2. তারপর pen drive এর ভিতরে যান My Computer থেকে।
  3. এবার একটি নোটপ্যাট ফাইল তৈরী করুন Pen Drive এর ভিতরে। (রাইট ক্লিক করলেই টেক্সট  ডকুমেন্ট বা নোট প্যাডের অপশন দেখতে পাবেন)
  4. এবার নিচের কোডটি হুবহু কপি পেস্ট করুন আপনার তৈরী নোটপ্যাড ডকুমেন্টে-

[Autorun]

Icon=yourfilename.ico

এবার ফাইলটি Save করুন Autorun.inf নামে।

এখানে ল্যাবেলে আপনার পেন ড্রাইভের নাম দিন। আইকন এ আপনার ইমেজের নাম দিন। ইমেজের নামের পর অবশ্যই

.ico লিখে দিবেন। আর পেন ড্রাইভে অবশ্যই আইকন ইমেজটি থাকতে হবে। পেন ড্রাইভে কিন্তু ইমেজের শেষে .ico

লেখার দরকার নেই। এটা লিখবেন শুধু অটোরান ফাইলের ভিতর।

সব শেষে পেন ড্রাইভ টি বের করে আবার লাগান। কাজ শেষ। এবার থেকে ছবি শো করবে।

অনেকে এটা করতে পারে না। না হবার কারণ-

  • Autorun File টি ঠিক মত Save  না করা বা কোড কপি করতে ভুল করা।
  • আইকন ইমেজ এ কোন প্রকার সমস্যা হলে। ঠিক মত আইকন ইমেজ না বানাতে পারলে।
  • ভাইরাস অটোরান ফাইলকে নষ্ট করে ফেললে।
  • এছাড়া আপনি নিজে যদি নতুন কোন সমস্যা তৈরী করে থাকেন তাহলে সত্যি বলছি আমার কোন দোষ নেই

পোস্টটি ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন আর কমেন্ট করে আমাকে উৎসাহ দিন।পরের পোস্টে আপনারা কোন পোস্ট চান সেটা জানান।আর আমি তো নতুন লেখক তাই ভূল হলে ক্ষমা করবেন।

  • কোনো সমস্যা হইলে ভিডিও টি দেখতে পারেন

Channel Link : Click Here

16 thoughts on "যারা Pen Drive এ নিজের ছবি দিতে চান এখুনি দেখুন!!!"

  1. Assassin Contributor says:
    Good post
  2. ভাই আপনি হয়তো জানেন না স্কিন শর্ট ব্যাতিত প্রায় ৮০% লোক এই কাজ করতে পারবে না।কাজটি অনেক সহজ কিন্তু আপনার স্কিন শর্ট দেওয়া উচিৎ ছিল।আর একটা কথা স্কিন শর্ট দিলে তো কেউ আপনার ভিডিও দেখতো না হয়তবা আপনি নিজেই আগ্রহ করেন নি।
    1. Najim Uddin Author Post Creator says:
      Sorry Bro Asha Kori Next Post E Problem Hobe Nah 🙂
  3. Ashraf uddin Author says:
    কিছু স্কিনশুট দেয়া প্রয়োজন।
    1. Najim Uddin Author Post Creator says:
      Sorry Bro Asha Kori Next Post E Problem Hobe Nah 🙂
    2. Ashraf uddin Author says:
      পোস্টে যুক্ত করুন।
  4. Helim Hasan Akash Contributor says:
    eta kono post holo
    ..ss.nai.
    1. Najim Uddin Author Post Creator says:
      Sorry Bro Asha Kori Next Post E Problem Hobe Nah 🙂
  5. Fahad Ahmed Contributor says:
    Good post … but screenshot deyata onk important chilo ei post ta te….
    1. Najim Uddin Author Post Creator says:
      Sorry Bro Asha Kori Next Post E Problem Hobe Nah 🙂
    2. Fahad Ahmed Contributor says:
      Okk…. best of luck…
  6. C:\> Legend Author says:
    Another info:

    If you copy the file to a hdd’s partition; the partition’s icon will be changed 🙂

  7. আপনি স্ক্রিনশট না দিলে ফেক হিসাবে বিবেচিত হবে।

Leave a Reply