আসসালামু আলাইকুম।
আসা করি সকলে ভালো আছেন।
আজকের পোস্টটি sky vpn disconnecte problem solve নিয়ে।
sky vpn use করতে এখন অনেকেরই প্রব্লেম হচ্ছে। বেশির ভাগএরি কানেক্ট হয়ার পরে ডিস্কনেক্ট হয়ে জাছছে।তাদের জন্য আমার আজকের পোস্ট।তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনার যা লাগবে ****একটু ধৈরজ। ****এবার আমার মত নিচের ssগুল ফল্লও করুনএবার
এবার sky vpn এ ধুকে কানেক্ট করুন।
যদি না হয় তবেএখানে যান তারপর
এবার আবার ডাটা অফ-অন করে কনেক্ট করুন।যদি এগুলোতেও না হয় তবে।
ফোন রিবুট মেরে আবার first থেকে tryকরুন
ভালও থাকুন।
যাদের এখনো তারা সারা দাও…!
যদি একটা post করতেন।
ar 2 din er moddhe sobar ii bondho hbem
freenet jabe asve etai niom
আমারও কানেক্ট হয় না।
……..akon aramse coltce……kono prblm hocce na…..and speed tao kintu kuvi valo pacci…basic e…..
কিছুদিন আগে ফিলিপাইনে এই সমস্যা হইছিল।পরে ঠিক করর দিছে।
বাংলাদেশেও মনে হয় ঠিক করে দেবে
ওদের ফেসবুক পেইজে এটা নিয়ে একটা পোস্ট করেছে ওরা।
দেখে আসতে পারেন।
মুড এপ ব্যাবহার করে।
বাঙালি তো কি সেটা জানেনই
ফাজলামোর একটা শিমা আছে
নেষ্ট টাইম প্রমান ছাড়া পোষ্ট করবেন না