Site icon Trickbd.com

দেখে নিন অসাধারণ দুইটি এপ [[Must See]]

Unnamed

আসসালামু আলাইকুম

আসা করতে পারি ট্রিকবিডির সকল সদস্য, লেখক, রানা এবং নাসির ভাই সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি।

আজকে আমি যে বিষয়ে লিখিবার উদ্দেশ্য বসিলাম তা হলো Android – র বেস্ট দুইটি এডিটর এবং ক্যামেরার রিভিউ।

আমরা অনেকেই ফোটো এডিটিং করি আমাদের ছবিতে অনেক ধরনের ইফেক্ট দিয়ে প্রাণ বন্ধ করে তুলতে ইডিটর প্রয়োজন হয়। এবং ভালো ক্যামেরা কিন্তু অনেকের সামর্থের বাহিরে থাকিবার জন্য ক্যামেরা কিনতে পারি না। কিন্তু এখন এন্ড্রোয়েড ফোনের ক্যামেরাতেই জটিল ছবি তুলিতে পারিবেন।

তো যেই দুইটি এপ্স এর রিভিউ লিখেছি

১.Kuji Cam
২.In Pics Editor

প্রথমে কুজি ক্যামের বিষয়ে লিখছি

১. Kuji Cam

এই এপটি আপনি প্লে স্টোর কিংবা Apkpure.com এ সার্চ করলেই পেয়ে যাবেন।

এই এপটিতে অটোমেটিক ফোকাস হয় এবং পিছনে সামান্য Blur / ঘুলা হয়ে যায় তাই এই ক্যামেরা এপটি আমার ভাল লেগেছে।

এই এপটিতে আরো অনেক ইফেক্ট আছে আপনি ব্যবহার করিলেই বুঝিতে পারিবেন।

১. In Pics Editor

এই এপটি ইডেটিং এর জন্য খুব ভালো। কিছু স্ক্রিনশট দেখিলেই বুঝিবেন।

এপটিতে আরো এডভান্স এফেক্ট আছে। আপনি ব্যবহার করিলেই বঝিতে পারিবেন।

এপটি আপনি শুধুমাত্র প্লে -স্টোরে খুজে পাবেন।

ভালো করে বুঝতে না পারলে আমার চ্যানেলে রিভিউ দেওয়া আছে দেখে নিবেন।

আমি যানি সকল ইউটুবারদের জন্য এপটি স্পেসাল, অনেকেই ভিডিও টি দেখবেন আবার পোস্ট টা পরে চলে যাবেন,

যদি কারো বিন্দু পরিমান উপকার হয় তবে প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটিতে

বরাবরের মতো আবারো বলি

সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন আপনার আসে পাসের মানুষ গুলোকে