আশা করি সবাই ভালোই আছেন ।আমিও ভালোই আছি ।
ক্রিকেট প্রেমিদের জন্য দারুন এক সুখবর :
একটা দুঃসংবাদ বরিশাল সাপোর্টার দের জন্য ২০১৭ সালের মতো এবারেও তাদের অংশগ্রহনের সম্ভাবনা নেই বললেই চলে । তাই ২০১৭ সালে নতুন নাম নিয়ে সিলেট অংশগ্রহন করেছিল। দল কিন্তু ৭ টি ই ছিলো । আর এবার যদি বরিশাল অংশ নেয় তাহলে ৮ টি দল হয়ে যাবে । এতে অনেক ম্যাচ বাড়বে ফলে টুর্নামেন্ট অনেক দির্ঘ হয়ে যাবে । কারন বিপিএল শেষ হলেই বাংলাদেশ নিউজিল্যান্ড সফরে যাবে । তাই বরিশালের খেলার সম্ভাবনা নেইতো চলুন মূল কথায় আসি:
দেখে নিন সম্ভবত কোন ৭ দল আংশ নিবে আগামি BPL আসরে।
কবে শুরু হবে :
BCBও BPLগর্ভনিং কাউন্সিল বলেছে যে এবারের bpl টুর্নামেন্ট ৫ জানুয়ারি ২০১৯ তারিখে অনুষ্ঠিত হবে , জাতীয় নির্বাচনের কারনে এবছর ২০১৮ তে হবে না তা আগে থেকেই জানি আমরা । আর পরেরবছর ২০২০ সালের মার্চে হবে বলে জানিয়েছেন
আজ এখানেই শেষ করছি । সবাইকে ধন্যবাদ ।
পোষ্টটি প্রথম আলোতে প্রকাশ হলেও আমি একটুও কপি পেষ্ট করিনি নিজের হাতে লিখেছি