Site icon Trickbd.com

জিপির স্কিটো সিমের সাতকাহন (A-Z)

Unnamed

আসসালামু-আলাইকুম। কেমন আছেন সবাই?
আশা করি ভাল। আর ট্রিকবিডির সাথে থাকলে সবাই ভাল থাকে।তাহলে আজকের বক্তব্য শুরু করা যাক।

আজকের পোস্টের বিষয় হচ্ছে জিপির নতুন সিম স্কিটো নিয়ে।এ সিমে মেইন সুবিধা হচ্ছে এর ইন্টার নেট প্যাকেজ।স্বল্প মূল্য অনেক সুবিধা পাবেন।কল রেট + এসএমএস এর ভালই।


Post update:6:45pm,18 August 2018

Skitto সিমে খুব সহজে রিচার্জ করুন With fully Screenshot

কেউ কেউ বলবে যে স্কিটো নিয়ে আগেও একটা পোস্ট হয়েছে,তাদের বলি হ্যা ভাই। পোস্টটি আমি দেখছি,কিন্তু ব্যাসিক কিছু বাদে তেমন কোনো ইনফরমেশন দেয়া ছিল না।তাছাড়া, সরকার নতুন কলরেট দিয়েছে এবং স্কিটো ও নতুন প্যাকেজ এনেছে।তাই সব বিষয় আলোচনা করার চেষ্টা করবো।




ব্যাসিক কিছু তথ্য:
★সিমের মূল্য :১১০ টাকা
★প্রাপ্তিস্থান :যেকোনো GPC (গ্রামীনফোন কাস্টমার কেয়ার এ)
ওদের মতে, কিন্তু আসলে স্কিটো সিম সব জায়গায় পাওয়া যায় না, এই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন কোথায় কোথায় পাওয়া যাবে।Skitto Sim location

★সিম নিতে লাগবে:
১)স্মার্ট কার্ড এর ফটোকপি (১ কপি)

২)১ কপি কালার ছবি (ফটো যাকে বল)

নতুন সিমে পাবেন ৩০ দিনের জন্য ১ জিবি ইন্টারনেট, এবং ১০ টাকা প্রিলোডেড ব্যালেন্স।
এ সিমের ইন্টানেটে কোনো টাইম লিমিট নাই,দিন-রাত ২৪ ঘন্টা ই ব্যবহার করতে পারবেন

সিমটি মুলত স্টুডেন্ট বা ছাত্রদের জন্য তৈরি করা,কিন্তু এটা তারা এটা ওপেন ভাবে বলে না,আমাদের এখানে পাওয়া যায় না তাই ঢাকায় একজনকে কিনে পাঠায়তে বলছিলাম, পরে সে বললো তাকে নাকি রিপ্রেন্টটিভ বলছে যে এসব সে নিয়ে কি করবে, এটা তো ছাত্রদের জন্য বানানো।

সিমের কিছু সুবিধা:
১)সিম 4G করার দরকার নাই, ওদের ডায়লগ আছে যে

Born IN 4G

৩)সিমের মেইন সুবিধা হচ্ছে ইন্টারনেট প্যাক।খুব কম মুল্য প্যাকেজ পাবেন।আমি নিচে কিছু স্কিট শর্ট এড করে দিব।তবে স্কিটোর সব সিমে ইন্টারনেট প্যাক এক রকম থাকে না, আমার টায় এই অফার আছে তো, আপনার টায় এই অফার নাও থাকতে পারে,তবে সব প্যাক ই অন্যান্য সিমের তুলনায় সাস্রাই।

৩)এই সিমের আগে বিশেষ কল রেট ছিল সেটা হচ্ছে
Skitto to Skitto -২৫ পয়সা/মিনিট,
Skitto to other (with gp) -৬০ পয়সা/মিনিট

তবে রিসেন্টলি BTCL ৪৫ পয়সা থেকে ২ টাকা প্রতি মিনিট যেকোনো সিমে করায় স্কিটো তাদের প্লান চেন্জ করছে।বিস্তারিত স্কিনশর্ট এ

৪)আর একটা বিশেষ সুবিধা হচ্ছে এটা জিপির সিম (আগে ই বলছি), তাই জিপির নেট ব্যবহার করে চলবে, বাকি টা বলবো না। কারন জিপি টাকা বেশী বেশি নিলে নেট নিয়ে কম্প্রোমাইজ করে না।তাই নিশ্চিতো থাকতে পারেন

৬)ব্যালেন্ বা এমবি ট্রান্সফার সম্পুন্ন ফ্রি (শিওর অবাক হইছেন)

অনেক সুবিধা বললাম, এইবার অসুবিায় আসা যাক:

১)প্রথমে আসি রিচার্জ নিয়ে,এই সিমে আপনি ডিরেক্ট টাকা ডুকাইতে পারবেন না।কেমনে করবেন সেটা আগামী পোস্টে বলবো।তবে সহজ আছে

২)এই সিমে কোনো কিছু কোড ডায়াল করে হয় না,মানে টাকা দেখা,মেগা দেখা, এসএমএস চেক বা অন্য কিছু,কোনোটা ই করতে পারবেন শুধু কল দিতে পারবেন নম্বর ডায়াল করে।তাইলে বাকি গুলা?
জ্বি বাকি গুলা তাদের এপ এর মাধ্যমে। লিংক নিচে দিয়ে দিবো।

১৫ দিন ব্যবহার করার পর আমার মন্তব্য:
সিমে অসুবিধা সুবিধা ২ টাই আছে। তবে যে ইন্টারনেট প্যাক দেয় তাদের অসুবিধার কথা ভুলে যাওয়া ভাল। কারন ৩৫ টাকায় ২ জিবি ৩০ দিন মেয়াদে অন্য কোনো সিম দেয় বলে আমার জানা নাই,কল রেট আগে ভাল ছিল, এখন অন্য সিমের মত বানাইছে।তবে নেট ব্যবহার করার জন্য এটা হতে পারে আপনার জন্য পারফেক্ট সিম।

রেফারেল:
এতে রয়েছে রেফারেল বনাস।ধরুন, আপনি রানা ভাইের রেফারেল লিংক দিয়ে এপ ডাউনলোড করে সাইনআপ করেন তাহলে রানা ভাই পাবে ৫১২ এমবি যার মেয়াদ ৭ দিন, আর আপনি পাবেন ৫১২ এমবি যার মেয়াদ ৩০ দিন।

Skitto app link:

Skitto app with reffer code,click here

Skitto app without reffer code,click here

পোস্টি পড়ার জন্য ধন্যবাদ।লেখায় অনেক জায়গায় আন্চলিকতা রয়েছে, তার জন্য সরি।ভাল লাগলে একটা ভাল কমেন্ট করবেন, একটি লাইক দিবেন,খারাপ লাগলে কেন খারাপ লাগলো বলবেন।

আগামী পর্বে দিব কেমনে রিচার্জ করবেন

কোনো হেল্প লাগলে বা সমস্যা অথবা সার্জেশন জানাতে যোগাযোগ করতে পারেন:

ফেসবুক :SHAWON SHEIK

ইমেইল: mdshawonsheik23@gmail.com