সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।
আপনারা যারা আমার মত GTA SAN ANDREAS এর বিভিন্ন মোড খেলতে পছন্দ করেন তাদের জন্য শেয়ার করছি VISA 3 MOD. এই মোডটা আমি একটু এডিটং করে কিছু নতুন গাড়ি যোগ করেছি। মোডটা একটু হেভি টাইপ তাই আপনার ফোনের কনফিগারেশন মোটামুটি ভাল হতে হবে। Ram কমপক্ষে 2 জিবি এবং অক্টাকোর প্রসেসর হলে ভাল হয়। যারা GTA SA LITE ভার্সন ব্যবহার করেন তারাও এটি খেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক।
মোড ফিচারসঃ
★ ৩০+ নতুন গাড়ি/বাইক/অন্যান্য
★ নতুন রোড টেকচারস
★ নতুন বিল্ডিং টেকচার
★ নতুন সাইড ওয়াক টেকচারস
★ নতুন ঘাস টেকচারস
★ ওয়ার্কিং কারস লাইট
★ অনেক cleo scripts
★ আরও অনেক কিছু।
VISA 3 MOD LINK
নিচ থেকে ডাউণলোড করে নিন। Mega তে আপলোড করেছি। Cheome browser দিয়ে ডাউনলোড করবেন। VISA 3 MOD
যেভাবে মোড সেটআপ করবেনঃ
★ ডাউনলোড করে প্রথমে Zarchiver দিয়ে extract করবেন। পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড হল anik ★ পুরো extract হয়ে গেলে দুইটা ফাইল পাবেন। apk ফাইলটা ইনস্টল করবেন এবং com.rockstargames.gtasa ফোল্ডারটা cut/copy করে android>data ফোল্ডারের ভেতর paste করবেন। ★ যাদের Adreno gpu তাদের আর কিছু করা লাগবে না। যাদের Mali gpu তারা com.rockstarmages.gtasa ফোল্ডারে যান। তারপর files>texdb ফোল্ডারে যান। ওখানে gta3, gta3_int, mobile, txd এই চারটা ফোল্ডার পাবেন। ★ প্রথমে gta3 ফোল্ডারে যান। নিচের মত দেখতে পাবেন
edit করে নিচের মত করে নিবেন
* বাকি ফোল্ডারগুলোতে ঢুকেও একই কাজ করবেন। অর্থাৎ edit করে dxt এর স্থলে etc লিখবেন।
কাজ শেষ এবার খেলা শুরু করুন।
নিচু কয়েকটা গাড়ির স্ক্রিনশট দেখে নিন
স্ক্রিনশটের পাশাপাশি নিচে মোড রিভিও শেয়ার করলাম, দেখতে পারেন
কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে নক করতে পারেন। আরও মোডের জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। জয়েন করতে GTA SA BD MODDERS লিখে সার্চ করুন।
আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন। ভুল-ত্রুটি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেবেন।