আল্লাহর রহমতে
______________________________________
❐❐ হ্যাঁ আমি আজ দেখাবো কিভাবে আপনারা PayPal Account 100% Verify করার জন্য Payonner Account খুলবেন।
✓✓Payonner একাউন্ট খুলার জন্য যা যা দরকার।
.
১. আপনার National ID বা Passport ID যে কোন একটা হলেই হবে। না থাকলে আপনাদের বাবা, মা এর টা দিয়েই হবে। আর আমি বলি আপনারা National ID Card টা ব্যাবহার করেন।
২. আপনার একটি ব্যাংক একাউন্ট লাগবে, এক্ষেত্রে আপনারা Dutch Bangla Roket বা যেটা মোবাইল ব্যাংককিং ওই Account এর Full name, phone number হলেই হবে।
৩. ১টি Gmail Account.
※※※※※※※※※※※※※※※※※※※※
☼☼তো যায়া যায়া আমার আগের পোস্ট টি দেখেন নি তারা এখান থেকে দেখে নিতে পারেন
..
..
কিভাবে ১০০% Verify PayPal একাউন্ট খুলবেন। USA Number সহ এবং ব্যাংক একাউন্ট এড করবেন?? (পার্ট ১)
========≠===============================
এখন কাজে লেগে যায়☞☞
✓✓ প্রথমে Chrome Browser এ গিয়ে সার্চ করুন Payonner.com
এবার
______
Step 1 ☞☞↓↓
“”””””””””
Account type individual select করুন
.
1. Fast name (National ID Card অনুযারী)
.
2. last name (National ID Card অনুযারী)
.
3. GMail Address
.
4. Re-type GMail Address
.
5. Date of Birth (National ID Card অনুযারী)
.
Next ক্লিক করুন।
______
“”””””””””
1. Country Bangladesh
.
2. Address দিন National ID card অনুযায়ী
.
3. প্রথমে ঘরে Address না আটলে এখানে দিন।
.
4. City দিন
.
5. Zip Code
.
6. আপনার মোবাইল নাম্বার দিন। যেটা সব সময় খুলা+আপনার কাছে থাকবে।
.
তারপর Next ক্লিক করুন।
______
Step 3☞☞↓↓
“”””””””””
1. পাসওয়ার্ড দিন একটি শক্তি শালি।
.
2. আবার ওই পাসওয়ার্ডই দিন
.
3. Security question এখানে একটি সিলেক্ট করুন।
.
4. Security question Answer (দিন এটা যাই দেন মনে রেখে দিয়েন পড়ে কাজে লাগবে)
.
5. issuing country of ID (Bangladesh)
.
6. National ID Card Number টা দিন।
.
Next ক্লিক করুন।
______
Step 4☞☞↓↓
“””””””””””
Personal Account select করুন।
1. Bank Country (Bangladesh)
.
2. Currency (BDT)
.
.
4. আপনার যে Bank একাউন্ট আছে ওইটার নিকটর্তী ঠিকানা দিন।
.
5. Account Name দেন
.
6. Phone Number দেন
I Agree তে (✓) ক্লিক করে Submit করুন।
.
এবার GMail Check করুন। GMail Verify করুন। বি:দ্র: মেইল আসতে একটু দেরি মানে ১ দিন ও লাগতে পারে। কিন্তু আসবে। আমার টা সাথে সাথেই আসছে।
GMail confirmed করুন একটি Browser এ নিয়ে যাবে ওই খানে আপনার মনের মতো দুইটি Security question 2&3 Select করে Answer দিন। এগুলো অব্যশই মনে রাখবেন পড়ে কাজে দিবে।
Submit করুন
তো আপনার Payonner account টি খুলা হয়ে গেছে।
.
পরবর্তী পোস্ট মানে শেষ বা (পার্ট ৩) দেখাবো এই Payonner account কিভাবে PayPal Account এ Add করে আপনার PayPal account কে 100% verify এ রুপান্তর করবেন।
.
সে সময় পযর্ন্ত সবাই ভালো থাকবেন।
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
কোন সম্যসা হলে ☞☞
✓✓ফেজবুকে আমাকে মেসেজ করতে পারেনফেজবুকে আমি
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣