Site icon Trickbd.com

নতুন ব্যাটারি কিনেছেন ,দেখেন কিভাবে এর পারফরম্যান্স ১ বছর পরও ঠিক রাখবেন

Unnamed


সবাইকে আমার আজকের পোস্ট এ স্বাগতম ।আশা করি সবাই ভালো আছেন ।আপনাদের দোয়াই আমি ভালো আছি ।

আজকের টপিক


সবাইকে trickbd তে স্বাগতম ।আজকে আমি আপনাদের মাঝে কয়েকটি টিপস নিয়ে এসেছি যেগুলোর মাধ্যমে আপনি আপনাদের ব্যাটারির পারফর্মেন্স ২ বছর পরও নতুনের মত রাখবেন ।
আমাদের অনেকের এ সমস্যাটা হয় যে যখন মৌবাইল বা ব্যাটারি নতুন কিনি তখন চার্জ থাকে অনেক সময় ধরে কিন্তু তিন চার মাস পর চার্জ আর বেশি ক্ষণ থাকে ।তখন খুব বিরক্ত লাগে ।

আসুন মূল কথায়


এখন আমি আপনাদের কিছু টিপস দিব ।এগুলো যদি আপনারা ব্যাটারি নেওয়ার পর ঠিক মত পালন করেন ।তাহলে আমার মনে হয় আপনার ব্যাটারি পারফর্মেন্স ১ বছর পরও নতুন এর মত থাকবে :
  • আসুন শুরু করি :
  • ব্যাটারি চার্জ দিবেন যখন চার্জ 20%এরনিচে আসবে এবং চার্জ থেকে খুলবেন90%এর উপর আসলে(ফুল করে খুললে বেশি ভালো হয়)
  • 2.চার্জ দিয়ে ফোনে গেম খেলা বা অন্য কিছু করা যাবে না।(এটা একটা প্রধান কারণ ব্যাটারির পারফোরম্যান্স নষ্ট হওয়ার )
  • ঘন ঘন চার্জ দেওয়া ও খুলা যাবেনা।মানে ১০০% চার্জ হয়ে খুললেন এবং 90% আসার পর আবার চার্জ দিলেন আবার ১০ মিনিট পর খুলে নিলেন এরকম করা যাবেনা । (এক্ষেত্রে ১ম নিয়ম মেনে চলেন)
  • 4.রাতে ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে যাওয়া যাবে না । এটা করলে ফোন অনেক ক্ষণ ধরে চার্জ এ থাকে ফলে ব্যাটারির ফুল চার্জ এর পরও চার্জ ডুকতে থাকে ফলে ব্যাটারির ও মৌবাইল এর সমস্যা হয় ।
  • এ কয়টি নিয়ম মেনে চললেই আমি আশা করি আপনার ব্যাটারির পারফমেন্স ১ দুই বছর পরও নতুনের মত থাকবে ।তো আর বিরক্ত নয়।

    attention Plz


    আমি জাভার জন্য ফেসবুকে একটা প্লাটফর্ম তৈরি করতে চাই ।এবং এন্ড্রোয়েড ইউজারদের কে বলতে চাই যে এখোনো জাভা ইউজার আছে ।
    তাই প্রতেক জাবা ইউজার এখানে জয়ইন দিন Grp Name: Java Mobile Family ।
  • পোস্টি ভালো লাগলে একটা লাইক Coment দিবেন