Site icon Trickbd.com

Pes19Mobile গেম সম্পর্কে বিস্তারিত সবকিছু।

Unnamed

Pes 2019 এর অফিশিয়াল নিউজ সম্পূর্ণ এই পোস্টে দেওয়া হলো। যদি কোন প্রশ্ন থাকে পুরো পোস্ট পড়ার পর।তাহলে কমেন্টে করতে পারেন যদি কিছু না বোঝে থাকেন।

আগামি ডিসেম্বর মাসে পেস 2019 আসবে প্লে স্টোরে।
আপনি সেখান থেকে ডাউনলোড অথবা পেস 2018 কে আপডেট দিতে পারবেন।

?প্রশ্ন: পেস 2018 কি আপডেট হয়ে 19 আসবে? নাকি পেস 2019 নতুন আসবে?
?উওর: পেস 2019 আপডেট আসবে। পেস 2018 কে আপডেট দিয়ে pes 2019 করবে।

?প্রশ্ন: তাহলে কি আমাদের সব প্লেয়ার স্কাউট এগুলো থাকবে?
?উওর: হ্যা থাকবে। যে সব প্লেয়ার পেস 2019 এ পেসে থাকবে।সেই সব প্লেয়ার যদি আপনার পেস 2018 একাউন্টে থেকে থাকে তাহলে সব 19 এ পাবেন। আর যদি 18 এর কোন প্লেয়ার 19 এ না থাকে তাহলে সেটার বদলে সেম রেটিং এর একটা প্লেয়ার পাবেন।

তবে মনে রাখবেন: পেস 2019 এ আপনার প্লেয়ারের লেভেল সব রিসেট হয়ে লেভেল 1 এ চলে আসবে। 1 থেকে আপনাকে শুরু করতে হবে।

আর পেস 2019 এ প্লেয়ারের ম্যাক্স ক্যাপ হলো 30 লেভেল। অর্থাৎ পেস 2018 এর মত 60 লেভেল করা যাবে না। সব প্লেয়ার 30 লেভেল থাকবে।অর্থাৎ লিমিট ব্রেক সিস্টেম পেস 2019 এ থাকবেনা।

প্রতিটা প্লেয়ার অফিসিয়াল রেটিং যেটা ওভারঅল রেটিং হিসাব করা হয় সেটা 30 লেভেলই ধরা হবে।তবে ম্যাক্স কত হবে সেটা লিখেনি। নিচে লিখেছে যে সব প্লেয়ারদের বয়স কম যাদের এবং যাদের রেটিং কম তাদের একটু তাই লেভেল করে দিবে।তার মানে যাদের রেটিং বেশি বয়স বেশি তাদের লেভেল একটু কম দিবে। কিন্তু 30 এই যে সিমাবদ্ধ থাকবে তা হয়ত নয়।

তবে কত হবে কার লেভেল ঐটা হয়ত ক্লিয়ার না। যা বুঝলাম লেভেল ওরা বয়স ও রেটিং অনুযাই সিলেক্ট করে দিবে। লিমিট ব্রেক করাতে হবেনা অথবা হয়ত করাতে হতে পারে।

আমরা যেমন এখন এজেন্ট থেকে প্লেয়ার পেলে 50 আর স্পেশাল এজেন্ট থেকে পেলে 60 আর স্কাউট থেকে হলে 30 ম্যাক্স লেভেল পাই। সেই ভাবে হয়ত থাকবেনা সিস্টেম। সিস্টেম টা হয়ত এভাবে হবে। মেসির ম্যাক্স লেভেল ধরবে 40। সেই হিসেবে আপনে হয়ত শুরুতে 30 পর্যন্ত পাবেন পরে লিমিট ব্রেক করে 40 পর্যন্ত করতে পারবেন। অথবা লিমিট ব্রেক করা লাগবেনা এটা শুরু থেকেই 40 লেভেল করা থাকবে। দেখা যাক কি হয়।তবে এটা সিউর যে ম্যাক্স 30 নয়। আবার এটা ও সিওর যে 18 এর মত সবার লেভেল ম্যাক্স 60 হবে না।

?প্রশ্ন:লিমিট ব্রেক সিস্টেম না থাকলে আমরা যদি একি প্লেয়ার দুই তিন বার পাই তাহলে কি করব?

?উওর: আপনার যদি একি প্লেয়ার তিনটা থাকে তাহলে আপনি সেই তিনটা দিয়ে exchange করতে পারবেন। সেখানে সেম রেটিং এর অথবা তার থেকে বেশি রেটিং এর অথবা সেম ক্লাবের প্লেয়ার ও পেতে পারেন যে প্লেয়ার exchange করবেন।

তবে নিজের পছন্দ মত exchange করে আনতে পারবেন কিনা এই ব্যাপারটা ক্লিয়ার না। তবে সিওর। আপনে সেম তিনটা প্লেয়ার দিয়ে exchange করতে পারবেন।

?প্রশ্ন: এনার্জি সিস্টেম কি থাকবে পেস 2018 এর মত?
?উওর: না। কনামি ডিসিশন নিয়েছে যে। পেস 2019 এ এনার্জি সিস্টেম রিমুভ করে দিবে। আপনি যে কোন সময় যত ইচ্ছে খেলতে পারবেন কোন ধরনের এনার্জি লাগবেনা।

?প্রশ্ন: পেস 2019 এ কয়টি অফিশিয়াল লিগ থাকবে?
?উওর: দশ টি অফিশিয়াল লিগ থাকবে।

?প্রশ্ন: নতুন লিজেন্ড প্লেয়ার কি আসবে?
?উওর: হ্যা আসবে।

?প্রশ্ন: ইভেন্ট এবং প্লেয়ার সাইনিং সিস্টেম কেমন হবে?
?উওর: পেস 2019 এ themed events নামক একটা ইভেন্ট আসবে। সেটাতে যে সব ক্লাব ও দেশের প্লেয়ার এলাউ করবে কনামি। সেই সব ক্লাব ও দেশের প্লেয়ার ছাড়া অন্য কোন প্লেয়ার দিয়ে খেলতে পারবেন না সেখানে।খুব সম্ভবত ভ্যালু সিস্টেম রিমুভ করে দিয়েছে কনামি।

পেস 19 এ ওরা নির্দিষ্ট করে দিবে ইভেন্ট,যে এই ইভেন্টে কোন কোন দেশের প্লেয়ার এবং কোন কোন ক্লাবের প্লেয়ার দিয়ে খেলতে পারবেন সেটা নির্দিষ্ট থাকবে। তাই আপনের পেস 18 এর প্লেয়ার দিয়ে ও সেখানে খেলতে পারবেন সমান ভাবে মুল্য পাবেন 19 এর প্লেয়ার মত।

প্লেয়ার সাইনিং সম্পর্কে কনামি বলেছে। আমরা যেমন পেস 2018 এ এজেন্ট থেকে একটা প্লেয়ার সাইন করাতে 250 কয়েন লাগে।তেমনটা 19 এ লাগবেনা। 19 এ 100 কয়েন দিয়ে এক প্লেয়ার এবং 250 কয়েন দিয়ে 3 প্লেয়ার সাইন করাতে পারবেন।

?প্রশ্ন: স্কাউট কিনার সিস্টেম কেমন হবে পেস 2018 এর মত?
?উওর: না। স্কাউট কিনার অপশনে তারা নির্দিষ্ট দাম সিলেক্ট করে দিবে। পেস 18 এর মত বিড সিস্টেম থাকবেনা।

?প্রশ্ন: আমি কতটি প্লেয়ার সাইন করাতে পারব আমার ক্লাবে এবং কতটি স্কাউট আমি জমা রাখতে পারব।
?উওর: আপনি সর্বোচ্চ 500 টি প্লেয়ার আপনার আইডিতে রাখতে পারবেন। এবং 150 টি স্কাউট আপনে আপনার আইডিতে রাখতে পারবেন। পেস 2018 এর মত স্কাউট স্পেস এবং প্লেয়ার স্পেস কেনা লাগবেনা।

?প্রশ্ন: পেস 2018 এর ম্যানেজার কি থাকবে?
?উওর: পেস 2018 এর সব থাকবে যা সব আপডেট হয়ে পেস 2019 এ আসবে। তবে সেখানে হয়ত আপনার ম্যানাজারের ইনফো স্কিল এসব চ্যাঞ্জ হতে পারে। যদি সেই ম্যানাজারের ইনফো 19 এ চ্যাঞ্জ হয় তাহলে আপনের 18 এর ম্যানাজার ও অটো চ্যাঞ্জ হবে।

?প্রশ্ন: পেস 2018 এর প্লেয়ার কি আপডেট হয়ে 19 এর নতুন প্লেয়ার মত সব স্কিল রিটিং হবে?
?উওর: হ্যা, সব প্লেয়ারের স্কিল রিটিং ফটো সব আপডেট হয়ে 19 এর মত হবে।।

?প্রশ্ন: পেস 2018 এ আমার যা কয়েন জিপি আছে তা কি 19 এ থাকবে?
?উওর: হ্যা 19 এ আপনার কয়েন এবং জিপি সব থাকবে।

?প্রশ্ন: কোন device এ পেস 19 খেলা যাবে?
?উওর: পেস 2018 যে সব মোবাইলে খেলা যাচ্ছে সেই সবে পারবেন।


এছাড়া কনামি বলেছে পেস 2019 হতে যাচ্ছে মোবাইলে ফুটবল গেমের মধ্যে একটি অভিশ্বাস্য গেম।যা পুরোটাই console পেস 2019 এর মত হবে মোবাইলে পেস 19 ও। গেম প্লে ও হবে অনেক উন্নত মানের।

উপরে সব তথ্য দেওয়া হলো অফিসিয়াল নিউজের। এবং কনামি বলেছে আগামি নভেম্বরে তারা ফুল নিউজ আপডেট দিবে তাদের ওয়েব সাইটে। এখন এই পর্যন্ত দিয়েছে।

অনুবাদ এবং ছবি ক্রেডিট : PES 2018 Bangladesh (Android IOS)™

CONNECT WITH ME ON FB

Join Our Messenger Android Helping Group – https://m.me/join/Aba3IFexhfMSO9RW

লিংক কাজ না করলে কপি করে ম্যাসেঞ্জার দিয়ে কোনো বন্ধুকে দিন তারপর জয়েন করুন