Site icon Trickbd.com

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাস।

Unnamed

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিট,

১ অক্টোবর দিনের বাকি অংশে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ‘এইচ’ ইউনিট,

২ ও ৩ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিট,

৩ অক্টোবর বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ‘আই’ ইউনিট,

৪ অক্টোবর সমাজ বিজ্ঞান অনুষদ ‘বি’ ইউনিট,

৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদ ‘সি’ ইউনিট,

৯ অক্টোবর ‘সি’-১ ইউনিট (চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) একইদিনে আইন অনুষদ ‘এফ’ ইউনিট,

১০ অক্টোবর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ‘জি’ ইউনিট এবং একইদিনে বিজনেস স্টাডিজ অনুষদ ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সময়সূচিঃ

ফলাফল জানতে এসএমএস করুনঃ

JU space R space Your Roll Number

এবং পাঠিয়ে দিন 3690 এই নম্বরে।

মোবাইলে আসন বিন্যাস জানতে এসএমএস করুনঃ

JU space S space Your Roll Number

এবং পাঠিয়ে দিন 3690 এই নম্বরে।

Exit mobile version