Site icon Trickbd.com

Android Phone এর জন্য নিয়ে নিন ভালো একটি App. যা দিয়ে আপনার ফোনকে ধারুন সব কাস্টোমাইজ করতে পারবেন……??

Unnamed


আশা করি সবাই ভালো আছেন

আল্লাহর রহমতে

______________________________________

❐❐ আমি আজকে আপনাদের জন্য ভালো একটি App নিয়ে হাজির হলাম।
যেটার মধ্যমে আপনাদের ফোনকে ধারুন ভাবে কাস্টোমাইজ করতে পারবেন।

“””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
App Name: Edge Lighting
App Size: 20MB
.
.
তো প্রথমে App টি ডাউনলোড করে নিন Play store থেকে…..?…

Edge Lighting Download Link: Click To Download P…..S…

∓†††††††††††††††††††††††††††††††††††††††††

নামানো হয়ে গেলে ওপেন করুন App টি।
……..

.
তারপর স্কিন সর্ট গুলো দেখুন।

1. প্রথমে ওইটা মার্ক করা অন করে দিন।
2. দেখুন একটা আইকন আসছে।


App থেকে বেরিয়ে আসুন এবং আইকন এ ক্লিক করুন

দেখুন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেকোন save করা নাম্বার এড করতে পারবেন (+) এ ক্লিক করলেই এড করতে পারবেন।

….এবার Swip করে ডান দিকে যান
.
.
……
দেখুন এখান থেকে যে কোন App এড করতে পারবেন।

আবহাওয়া এর খবর ও জানতে পারবেন। এক্ষেত্রে সঠিক তথ্য জানতে নেট কানেক্ট লাগবে।

মিউজিক Player ও আছে।

আরেকটা ভালো দিক হলো এখানে আপনারা স্কেল ও পাবেন।

এটা সাধারণত সব মোবাইলে কাজ করবে না।

এখান থেকে আপনারা আরও ফিচার পাবেন। দেখুন।

✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓✓

আবার App টি ওপেন করুন এবং আইকন এ যান গিয়ে আইকনটি পরিবর্তন করতে পারবেন ইচ্ছে করলে।


আপনার ফোনের চারপাশে রাউন্ড কালার করতে চাইলে।
Rounded Conners এ জান

Display options on করে দিন এবং ইচ্ছে মতো বদলাতে পারেন।

আইফোন এর মতো ওপরে করতে চাইলে Forehead জান

তারপর ON করে দিন। আর দেখুন।

আপনারা চাইলে আরও ভালো কিছু করতে পারেন…. ওইটা আপনারা App টি ব্যাবহার করলেই বুঝতে পারবেন।

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
⭐আশা করি পোস্ট টি আপনাদের ভালো লেগেছে।⭐

আর পোস্ট এ কিছু ভুল হলে আল্লহর ওয়াস্তে মাফ
করে দিবেন। ভুল তো মানুষেরি হই তাই না।