আস্সালামু আলাইকুম। আশা করি সবাই ভালোর দলে।
আজকে আবারো আসলাম ফটো ইডিট এর সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে। তো চলুন শুরু করা যাক।
★যা যা লাগবেঃ-
১) PicsArt App (যা কমবেশী সবার মোবাইলে আজকাল আছে।)
২) সেম ফ্রেম থেকে তোলা তিনটি ফটো। (তোলা না থাকলে তুলে নিয়েন)
★Clone Photo
তিনটি ফটো উদাহরন সরূপঃ-
Middle Photo
সব হওয়ার পর
তারপর সেখান থেকে এড ফটোতে ক্লিক করুন
তারপর গ্যালারী সেলেক্ট করে
আপনার বাম দিকের ফটোটা নিয়ে নিন।
★অবশ্যই ফ্রেম টা ঠিকমত রাখতে হবে, মানে সেম সেম।
তারপর এখানে ক্লিক করে
এরকম করুন
তারপর সম্পুর্ন করে ওকে তে ক্লিক দিন।
তারপর আবার এড ফটোতে ক্লিক দিন।
তারপর আবারো গ্যালারী সেলেক্ট করে অন্য ফটোটা নিয়ে আসুন।
এবং সমান ভাবে মিলিয়ে নিন। তারপর ইরজ এ ক্লিক দিন
তারপর ভালভাবে কেটে নিন।
কাটা হয়ে গেলে ওকেতে চাপ দিন কাজ কেশ।
যাদের বুজতে অসুবিধা তারা নিচে গিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন।
আর যারা ফ্রিবেসিক ইউজার তারা লিংকে গিয়ে দেখতে পারেন। পারলে আমার ছোট চ্যানেল টি Subscribe করবেন।
ভিডিও লিংক
বিঃদ্রঃ- কোথাও কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ ভালো থাকুন।