Site icon Trickbd.com

এবার খুব সহজেই ফ্রিবেসিকের মাধ্যমে ফ্রিতে সকল ভাষা থেকে বাংলা ভাষায় অথবা বাংলা ভাষা থেকে সকল ভাষায় অনুবাদ করুন। বিস্তারিত পোস্টে।

Unnamed


আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে freebasics এর মাধ্যমে ফ্রিতে সকল ভাষায় অনুবাদ করতে পারবেন। অর্থাৎ আপনি ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। এছাড়াও আপনারা অন্য সকল ভাষা থেকে অন্য সকল ভাষায় অনুবাদ করতে পারবেন। তো দেরী না করেই চলুন শুরু করা যাক।


আপনারা নিচের স্কিনশুটের মতো ধাপে ধাপে কাজ করুন।
★প্রথমেই এখানে ক্লিক করে ফ্রিবেসিকে ঢুকুন।তারপর নিচের চিত্রের মতো “আরও বিনামূল্যে পরিষেবা যোগ করুন” টিপুন।

তারপর সার্চ বক্সে চিত্রের মতো Glosbe লিখে সার্চ দিন।

তারপর Glosbe সাইটি যোগ করে নিন ফ্রিবেসিকে।


সাইটটি ফ্রিবেসিকে যোগ হয়ে গেলে অটোমেটিকালি রিডাইরেক্ট হবে। এবার সাইটির হোম পেইজে চলে আসলে নিচের স্কিনশুটের মতো আপনার ভাষা নির্বাচন করে ফাঁকা বক্সে আপনি যে লেখা অনুবাদ করতে চান তা লিখে সার্চ আইকনে ক্লিক করুন।

প্রুফ
দেখে নিনঃ

তো আজ এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ্ হাফেজ।
ধন্যবাদ