Site icon Trickbd.com

{•HOT•} Wapkiz সাইট হতে পারে আপনার আয়ের মূল যন্ত্র।…..সবাই দেখুন এবং আপনাদের মতামত জানান

Unnamed

আসসালামু আলাইকুম

কেমন আছেন….? আশা করি অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম।

যাই হোক এই সব কথা বাদ দিয়ে কাজের কথায় আসি।

আমরা প্রায় সবাই wapkiz এ এক্যাউন্ট/সাইট খুলতে পারি। কিন্তু অনেকেই আছি আমাদের শখের সেই সাইটটা কাষ্টমাইজ করতে পারি না বলে সাইটটা বিরক্তিকর হয়ে উঠে। সাইটটা কারো সাথে শেয়ার করতে মন চায় না।

তাই আমি আপনাদের মাঝে wapkiz এ সম্পুর্ণ কাস্টমাইজ করার পদ্ধতি নিয়ে হাজির হলাম।

কি কি কাস্টমাইজ করবো…?
১. Header
২. Footer
৩. Index
৪. Html/css
৫. Ads
৬. Domain Parking
৭. Auto update
৮. Google SEO
৯. Youtube Downloader
১০. Auto voice add

এইসব কাস্টমাইজ করে। আপনাদের সেই শখের সাইটটাকে আপনাদের মনের মত করে সাজিয়ে নিতে পারবেন। এবং সেই সাইটে Ads বসিয়ে কিছু টাকাও ইনকাম করতে পারবেন।

একটু বাস্তবতায় আসি

টাকা আয় করা এতটা সহজ না। যেরকম টা আমরা মনে করি। কিন্তু আমাদের মাথা খাটালে সবই সহজ। শুধু দরকার হবে একটু পরিশ্রম আর ধৈর্য। যেমন, একটা ফল গাছ রোপণ করলেই কিনতু গাছটা ফল দেয় না। আগে গাছটার যত্ন নিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয় তারপর সে গাছটা ফল দেয়।
আপনি যদি কষ্ট না করলে কি আর ফল পাবেন। কাজেই আপনার কষ্ট এবং ধৈর্য দুটাই লাগবে।

কোন বিষয়ে সাইট বানাবো ?

আপনি ডাউনলোড বিষয়ে সাইট বানাতে পারেন? আমার মনে হয় এটাই সব থেকে বেশি ভালো হবে।

আরে ভাই আপলোড করতে গেলে তো অনেক মেগাবাইটের দরকার আমার তো ওয়াইফাই নাই তাহলে কি করবো?

আপনি এক কাজ করতে পারেন আপনি একটি Movie Review সাইট খুলতে পারেন। নতুন নতুন মুভির রিভিউ দিবেন। এবং সেই মুভির ডাউনলোড লিংক শর্ট করে দিবেন। এতে আপনার মেগাবাইটও বাচবে এবং আপনার ইনকামটাও দিগুন বেশি হবে।
কারন আপনার সাইটে যে Ads থাকবে সেখান থেকেও কিছু আয় হবে আবার লিংক শার্ট কেরেও কিছু আয় হবে।

নতুন মুভি পাবো কই?

আমাদের সাইটের কাজ যখন কমপ্লিট হবে। তখন নতুন মুভি গুলো কোথায় পাবেন সেটাও না হয় বলে দিবো।

এটাও যদি না পারেন তাহলে কোন কাজই করতে হবে না Auto Update হবে সাইট। মানে, সব কিছু একাই আপনা আপনিই আপলোড হবে আপনার কিছুই করতে হবে না।

এখন একটু আপনাদের মতামত চাই

আমি কি এইসব বিষয়ে পোষ্ট করবো?

আপনাদের যদি শিখার আগ্রহ থাকে তাহলে বলেন? আমি সব কিছুই ভালোভাবে শিখানোর চেষ্টা করবো।

আর যদি শিখতে চান তাহলে বলেন পোস্টা কই থেকে শুরু করবো?

একদম শুরু থেকে নাকি শুধু কাস্টমাইজ থেকে?

আশা করি সবাই মতামত দিবেন

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন “আল্লা হাফেজ”