Site icon Trickbd.com

{•HOT•} Wapkiz সাইট হতে পারে আপনার আয়ের মূল যন্ত্র।…..(পার্ট: ১)

Unnamed

আসসালামু আলাইকুম

আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। এবং আমি খুবই দুঃখিত পোষ্টটা দিয়ে একটু বেশি দেরি হয়ে গেলো। এরপর থেকে আর দেরি হবে না। প্রতিদিন পোস্ট করার চেস্টা করবো।

অনেকেই বলছেন একদম শুরু থেকে পোষ্ট করার জন্য তাই একদম শুরু থেকেই Start করবো? আশা করি সবাই সাথে থাকবেন?

প্রথমেই

Demo

সম্পর্কে কিছু বলি।
আমি আপনাদের শিখানোর জন্য যে সাইটটা বানাবো ডেমো হিসেবে সেই সাইটটার লিংক নিচে দেওয়া থাকবে।
আমি যেইভাবে কাস্টমাইজ করবো আপনারাও সেই ভাবে কাস্টমাইজ করবেন এবং নিচের দেওয়া লিংক থেকে মিলিয়ে দেখবেন।
কি কি থাকছে আজকের পোস্টে…?
১. wapkiz এ রেজিস্ট্রেশন করা
২. একটা সাইট তৈরী করা

_ Note_


নতুন সাইট তৈরী করার আগে, অবশ্যই আগে দেখে নিবেন। সাইটটার নাম যেন সুন্দর, ছোট এবং ইউজারদের লিখতে সহজ হয়।
সাইটটার নাম যেন সবাই মনে রাখতে পারে। এমন একটা নাম দিবেন।
এমন কোন নাম সিলেক্ট করবেন না। যেটা অনেক বড়। লিখতে অসুবিধা হয়, এবং মনে রাখাটাও কষ্টদায়ক।

নাম ছোট হওয়ার সুবিধা


আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে? সাইটের নাম ছোট করে দিতে বললাম কেন?
:- সাইটের নাম ছোট এবং সহজ হলে ইউজাররা সেটা অতি সহজেই মনে রাখতে পারবে এবং আপনার ইউজাররাও পছন্দ করবে। যার কারনে আপনার ইউজার দিন দিন বৃদ্ধি পাবে। এখন আপনি ভেবে দেখুন আপনার সাইটের নাম কেমন দিবেন..??
তো চলুন শুরু করা যাক

প্রথমেই এইখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন।

রেজিস্ট্রেশন করতে নিচের স্টেপ গুলো ফলো করুন



রেজিস্ট্রেশন এবং সাইট তৈরী করা সফল

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন “আল্লা হাফেজ”

যাওয়ার আগে কিছু কথা

যাদের ট্রিকবিডিতে একাউন্ট আছের তাদের যদি বুঝতে কোন অসুবিধা হয় বা কোন প্রশ্ন করার থাকে তারা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন? কারন যাদের একাউন্ট নেই তারাও সমস্যা গুলোর সমাধান জানতে পারবে।

আর যাদের একাউন্ট নেই তারা আমার ফেইসবুকে নক করতে পারেন?

আপনাদের সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনসাআল্লাহ