Site icon Trickbd.com

{•HOT•} Wapkiz সাইট হতে পারে আপনার আয়ের মূল যন্ত্র।…..পার্ট: ৩

Unnamed

আসসালামু আলাইকুম

আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাকে সব সময় সাপোর্ট দেওয়ার জন্য।

আমার কিছু কথা :


আমি জানি ট্রিকবিডিতে Wapkiz নিয়ে অনেক পোস্ট আছে। কিন্তু আমি যে বিষয়ে পোস্ট করবো সে বিষয় নিয়ে কোন পোস্ট নাই।
যা আমার আগের পোস্ট দেখলেই বুঝবেন।

আগের সব পোস্ট গুলো
Start Post

পার্ট : ১

পার্ট : ২

কি কি থাকছে আজকের পোস্টে…?
আজকে আমরা আমাদের সাইটে ফুটার কাস্টমাইজ করবো। এবং ফোল্ডার বানাবো।

তো চলুন শুরু করা যাক

প্রথমেই আপনার সাইটে পেনেল মোডে

তারপর স্ক্রিনশট ফলো করুন

Footer এ ক্লক করুন

তারপর Item এ ক্লিক করুন

তারপর E তে ক্লিক করুন

নিচে একটা কোড দেওয়া আছে সেটা কপি করে স্ক্রিনশটে দেখানো জায়গায় পেস্ট করুন এবং Edit এ ক্লিক করুন

এবার আমরা আমাদের সাইটে ফোল্ডার বানাবো। ফোল্ডার বানানোর জন্য আবার প্যানেল মোডে যান।

তারপর File Manager (FM) এ ক্লিক করুন

তারপর New Folder এ ক্লিক করুন


তারপর আপনার ফোল্ডারের নাম দেন এবং make এ ক্লিক করেন

তারপর root এ ক্লিক করুন

তারপর আবার আরেকটা ফোল্ডার বানান।
এইখানে অনেকেই ভুল করেন। আপনারা new folder বানানোর পর root এ ক্লিক না করে আরেক ফোল্ডার বানান যার কারনে এক ফোল্ডারের ভিতর আরেক ফোল্ডার হয়।
তাই ফোল্ডার বানানোর পর root এ ক্লিক করে আবার আরেক ফোল্ডার বানাবেন

Copy This Code……

</p><br />
<div align="center"><br />
<h2>Design by : <a href="https://facebook.com/Your.Mission.Failed" target="_blank">FT TarikuL</a></p><br />
<h2></div><br />
<p>
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন “আল্লা হাফেজ”

আগামী পোস্টে কি কি থাকছে..?
১. wapkiz অফিসিয়াল Ads গুলা ব্লক করবো।
২. আমাদের সাইটে আপলোড এর লিমিট বাড়াবো

যাওয়ার আগে কিছু কথা

যাদের ট্রিকবিডিতে একাউন্ট আছের তাদের যদি বুঝতে কোন অসুবিধা হয় বা কোন প্রশ্ন করার থাকে তারা অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন? কারন যাদের একাউন্ট নেই তারাও সমস্যা গুলোর সমাধান জানতে পারবে।

আর যাদের একাউন্ট নেই তারা আমার ফেইসবুকে নক করতে পারেন?

আপনাদের সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনসাআল্লাহ