সালাম,
মোবাইল প্রেমিক ভাইরা আপনাদের কষ্টের দিন শেষ।আপনাদের জন্য umidigi নিয়ে আসল, সোনার হরিন আসুন দেখে নি :-
UMIDIGI A3
আসলে ভাইয়ারা এই ফোনের বিষয় কি বলব।পুরাই একটা দেখার মত জিনিস
ডিসপ্লের সাইজ হচ্ছে ৫.৫ inc যার রেজোল্যুশন হচ্ছে ৭২০*১৪৪০।অনেক ভাল গ্রাফিক্স পাবেন আশা করি।
এর অপরেটিং সিস্টেম ৮.০(orio) এবং cpu:1.5 ghz quad core এবং চিপসেটে ব্যাবহার হয়েছে mediat
ak MT6739.GPU –adreno.বলতে গেলে আপনি প্রায় গেম স্মুতলি খেলতে পারবেন। এবার আসি ব্যাটারিতে। ব্যাটারি তুলনামূলক ভাবে অনেক ভাল।এর মধ্যে রয়েছে ৩৩০০ mAh লি-পলিমার ব্যাটারি।যা একবার ফুল চার্জ দিলে ১দিন নিমিশেই চলতে পারবেন।এর পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তাকার কারনে ফোনটিকে দিয়েছে অন্য রকম লুক।সব শেষে দামের কথায় আসি।দাম বাংলাদেশের জন্য এখনো নির্ধারিত হয় নি। আমি যত টুকু দেখেছি এই ফোনটি ৭-১০ হাজারের মধ্যে পাওয়া যাবে। সুতরাং এরকম ফোন খারপ লাগার মত কথা না।যারা এই বাজেটের মধ্যে ফোন কিনবেন বলে আশা করছেন তাদের জন্য আমি এই ফোনটি সাজেস্ট করছি আপনারা দেখতে পারেন
পরিশেষে কোন ভুল হলে মাপ করবেন এবং trickbd এর সাথে থাকবেন।ধন্যবাদ