Site icon Trickbd.com

আপনার ডেক্সটপ পিসি তে চালান android সফটওয়্যার (উইন্ডোজ + লিনাক্স)

Unnamed

আজকে আমি ছোট একটা বিষয় শেয়ার করব যার মাধ্যমে আপনি খুব সহজ এ আপনার পিসি তে android অ্যাপ – গেমস চালাতে পারবেন ।

আমি এখানে ৩ তা সফটওয়্যার শেয়ার করছি , ২ টা উইন্ডোজ এর আর একটা লিনাক্স এর ।
তো আমারা উইন্ডোজ দিয়ে স্টার্ট করবো , আপনার উইন্ডোজ পিসি তে android সফটওয়্যার রান করাতে হলে , আপনার একটা android অ্যাপ প্লেয়ার লাগবে , আপনার পিসি যদি আক্তু ভাল মানের হয় , তাহলে নিচের লিঙ্ক থেকে bluestacks সফটওয়্যারটি ডাউনলোড করে নিন
https://www.bluestacks.com/ ।
আর ইন্সটল করে ধুমছে চালাইতে থাকুন android অ্যাপ ।

bluestacks অনেক ভারি একটা সফটওয়্যার , যাদের এটা হ্যাং করে তারা “NOX Player” Download করেন , লিঙ্ক https://www.bignox.com/ , এটা অনেক ভালো অ্যান্ড অনেক পাতলা , আপনি এই প্লেয়ার android এর সকল কিছু করতে পারবেন ।

আপনার লিনাক্স এ android সফটওয়্যার রুন করাতে হলে লাগবে “Anbox” প্লেয়ার ।

তো প্রথমে আপনি আপনার টারমিনাল ওপেন করেন আর নিচের গুলা রান করান ।

$ sudo add-apt-repository ppa:morphis/anbox-support
$ sudo apt update
$ sudo apt install anbox-modules-dkms

হয়ে গেল “anbox” ইন্সটল , এবার ধুমছে চালান

আজকে এ পর্যন্তই , দেখা হবে এবার অন্য কোন টিউটেরিয়ালে ।