Site icon Trickbd.com

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর ফলাফল পুনঃনিরীক্ষার।

Unnamed

দেখে নিন কি ভাবে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮ এর ফলাফল পুনঃনিরীক্ষার।

যা যা লাগবে

1) টেলিটক সংযোগ সহ একটি মোবাইল ফোন।(শুধুমাত্র টেলিটক সিম পুনঃমূল্যায়ন করা যাই)

2) মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালান্স (প্রতিটি বিষয়ের জন্য লাগবে ১৯৮ টাকা)

3) আপনার সাথে যোগাযোগ এর একটি ব্যাক্তিগত নম্বর (যে কোন সিম হলে হবে)

এসএমএস করবেন যেভাবে

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন

DPRSC স্পেস student id স্পেস ইচ্ছুক বিষয় এর কোড

উদাহরনঃDPRSC স্পেস student id স্পেস 101

উল্লেখ্য আপনি একটি এসএমএস এ একসাথে একাধিক বিষয়ের জন্যে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কমা (,) দিয়ে বিষয় গুলোর কোড আলাদাভাবে লিখতে হবে। যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের আবেদন করতে হবে এভাবে

DPRSC স্পেস student id স্পেস এবং ইচ্ছুক বিষয় গুলা।

উদাহরনঃ DPRSC স্পেস student id স্পেস 101,107

ফিরতি এসএমএস এ কত টাকা কেতে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি পিন নম্বর দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পর ম্যাসেজ অপশন এ গিয়ে লিখবেন

DPRSC স্পেস YES স্পেস পিন নম্বর স্পেস আপনার সাথে যোগাযোগের একটি নম্বর (যে কোন অপারেটর এর)

উদাহরনঃ DPRSC স্পেস YES স্পেস 12345 স্পেস 01797XXXXXX

ব্যাস উপরের প্রক্রিয়াগুলো যদি আপনি সঠিক ভাবে অনুসরণ করে থাকেন তাহলে সফলভাবে আপনার ফলাফল পুনঃমূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

ফলাফল সাধারণত পুনঃনিরীক্ষণ এর আবেদন করার সময় আপনার সাথে যোগাযোগের জন্যে যে নম্বর প্রদান করেছিলেন উক্ত নম্বরে (আপনার ফলাফল পরিবর্তন হলে) ফলাফল প্রকাশের পর স্বয়ংক্রিয়ভাবে পাঠিয়ে দেওয়া হবে

আবেদনের সময়সীমাঃ ০৮ জানুয়ারি ২০১৯..