Site icon Trickbd.com

নির্বাচনের কারনে আগামি ৪৮ ঘন্টা ইন্টারনেটের গতি হ্রাস,, চলবে শুধু 2G গতিতে ??

Unnamed

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন মোবাইল ফোনে ইন্টারনেটের গতি হ্রাসের সিদ্ধান্তে নির্বাচন কমিশন এখনো অনড়। এ ক্ষেত্রে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ রেখে শুধু টুজি সেবা চালু রাখা হবে।


একই সঙ্গে ভোটের আগের এবং পরের দিনও অনলাইনভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ আরোপ হতে পারে।
ফেসবুকসহ যেসব অ্যাপ্লিকেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগের জন্য ব্যবহৃত হয় সেগুলো বন্ধ রাখা হতে পারে, মোবাইল ইন্টারনেটকে টুজিতে নামিয়ে এনে থ্রিজি ও ফোরজি ভোটের দিনে বন্ধ রাখা, কিংবা এলাকা ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানা গেছে।

ইন্টারনেট 2G তে নামিয়ে আনলে প্রকৃতপক্ষে তা দিয়ে ইউটিউব তো চলবেই না, এমনকি ফেসবুকে ছবি আপলোড করা বা ফেসবুক ব্রাউজের সময় ছবিও দেখা যাবে না।
এর আগে নিরাপদ সড়ক আন্দোলনের সময় 3G ও 4G সেবা সাময়িক বন্ধ করে দেয়া হয়েছিল যাতে আন্দোলনের গতি হ্রাস করে দেয়া যায়।
ইন্টারনেটের গতি কমিয়ে আনলে ভোটের ফল পাঠাতে খুব অসুবিধা হবে কি না এমন প্রশ্নও থেকে যায়,,,,, এ কারনে ৩০ ডিসেম্বর ৪টার পর থেকে এ গতি স্বাভাবিক করার ঘোষনা দেয়া হয়েছে।