হাই সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আজকে আমরা এমন একটি 3D লোগো মেক করবো Photoshop দিয়ে মাত্র ৩ মিনিটে।
এটা তৈরি করার জন্যে আপনার কম্পিউটার এ Photoshop থাকতে হবে তো চলুন শুরু করি প্রথমে আপনি এই লিঙ্ক থেকে PSD ফাইল টি ডাউনলোড করুণ
তারপর ওপেন করুণ Photoshop দিয়ে তার পর এমন আসবে
এবার আমি যেখানে মার্ক দিলাম সেখানে ডাবল ক্লিক করুণ
তারপর এমন আসবে
এবার Ok তে ক্লিক করেন তার পর আবার এমন একটা আসবে সেটাতে ও Ok ক্লিক করুণ
তারপর এমন আসবে
এবার আমি যে লেয়ার টা লাল দাগ দিয়ে দেখালাম এটাতে ডাবল ক্লিক করুণ তারপর এমন আসবে
এবার এই লিখাটি এডিট করে আপনি যে নাম দিতে চান নাম লিখুন
এখানে ক্লিক করে উপরের লোগো টি হাইড করে দিন
এবার উপরে আপনার লোগো টি এনে বসান অবশ্যই png ফরমেট এর ব্যাগ্রাওউন্ড ছাড়া দিবেন যেমন আমি দিলাম
আমি এখানে Google Adsense এর লোগো দিলাম তারপর
এবার বাপ পাশে উপরে File এ ক্লিক করে নিচে থেকে Save এ ক্লিক করুণ
তার পর এখানে ক্লিক করুণ
তারপর এমন আসবে
আপনার লোগো তৈরি হয়ে গেলো এবার এটাকে সেভ করুণ আপনার যে ফরমেট লাগবে।
যদি আপনি এখানে না বুঝতে পারেন তবে ভিডিওটি দেখে করতে পারেন।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুণ
আর আমার আগের পোষ্ট এ যারা কমেন্ট করেছেন বা আমকে ফেসবুকে বলেছেন ব্লগার এ সব থেকে সহজে কিভাবে এডসেন্স পাবেন আমি এ নিয়ে সে পোষ্ট এর মাঝে বিস্তারিত সব বলেছি ব্লগ তৈরি করার পর ৫০০০ ট্রাফিক লাগবে Organic ট্রাফিক তো আমি নিজে ১০ ডলার দিয়ে ট্রাফিক কিনে আবেদন করে Adsense পেয়েছি আপনি যদি ট্রাফিক না নিয়ে আসতে পারেন তো কিনে নিতে পারেন কোথা থেকে কিনবেন এর জন্যে ফাইভার থেকে কিনবেন আর যদি আপনাদের কার্ড না থাকে তবে আমার থেকে নিতে পারেন আমি দিতে পারবো আমি যাভাবে পেয়েছি শুধু নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম যদি আপনাদের উপকার হয় তবে একটা লাইক দিবেন .
আর পরবর্তি পোষ্ট এ আমি এমন লোগো কিভাবে তৈরি করবেন এটা নিয়ে পোষ্ট করবো।