Site icon Trickbd.com

(old post) আপনার ফোনের . লক . কি ভুলে গেছেন,,,,,,, তাহলে এটা আপনার জন্য,,,,((যারা জানেন তাদের জন্য নয়))

Unnamed

আসসালামু আলাইকুম,
আশা করি ভালো আছেন।
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম মোবাইল এর লক ভূলে গেলে কিভাবে কম্পিউটারে ফ্ল্যাশ দেওয়া ছাড়াই আপনি নিজেই মোবাইল লক অবস্তায় back up দিবেন।


তবে হ্যা যারা এই পদ্ধতি জানেন তাদের জন্য এই পোষ্ট নয়।

আর হ্যা এখানে স্কিনশট দেওয়ার কোনো অবস্তা নেই।তাই স্কিনশট দিতে পারলাম না।

তো চলুন শুরু করা যাক:::;?
যখন আপনি এই পদ্ধতিতে কাজ করতে যাবেন তখন
আপনার ডিভাইসটিকে ফ্যাক্টরী রিষ্টোর

করা ছাড়া কোন উপায় থাকে না। এসময়

আপনাকে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়।

বলে রাখা ভালে যে আপনার

পুরো মোবাইল ফরমেট

নিয়ে নিবে। ইন্সটল করা সফটওয়্যারে,

ফোন

নাম্বার, মেসেজ কিছুই থাকবে না।

জেনে নিন

কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন,

1. প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার

ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে,

যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ

হয়ে না যায়।

2. ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময়

Volume

up+power button অথবা Down+power button

একসাথে প্রেস করে সেট অন করুণ।

এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে

যাবেরিকোভারী

মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও

বিভিন্ন কোম্পানীর

সেটে আরো কিছু কম্বিনেশন কাজ

করতে পারে সেগুলো হলো:

১. Volume Down + Volume Up + Power button.

২. Volume Down + Power button.

৩. Volume Up + Power button.

৪. Volume Up + Home + Power button.

৫. Home + Power button

আমি নিশ্চিত উপরের ৫টির যেকোন

একটি কম্বিনেশন

কাজ করবেই:

কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর

রিকোভারী মুড এ যাবেন । “Wipe Data /

Factory

Reset” সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ

ডাউন

কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।

এর পর

নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’

সিলেক্ট করুণ।

সিলেক্ট করার

জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার বাটন/

হোম বাটন কাজ করতে পারে।

সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন

অপেক্ষা করুণ।
বিশেষ দ্রষ্টব্য :কিছু কিছু ফোনে এই পদ্ধতি কাজ নাও করতে পারে

.
.

আশা করি কেউ খারাপ কমেন্ট করবেন না,
একটি লাইক দিবেন,
প্রশ্ন থাকলে কমেন্ট করবেন
,
,

ধন্যবাদ।